গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
লেহ-লাদাখ সংলগ্ন গ্রামের মহিলাদের স্বাস্থ্যরক্ষা এবং স্থানীয় খাবারের বেচাকেনার বিষয়ে গবেষণা চলছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে ওই কাজের জন্য প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
আগ্রহীদের বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। তবেই তাঁরা আবেদনের সুযোগ পাবেন। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ২৩ হাজার টাকা দেওয়া হবে। উল্লিখিত প্রকল্পে আর্থিক অনুদান দেবে ডিপার্টমেন্ট অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (ডিএসআইআর)।
মোট এক বছরের চুক্তিতে কাজ চলবে। অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১৮ সেপ্টেম্বর অনলাইনে ইন্টারভিউ নেওয়া হবে। পাশাপাশি, ওই দিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগেও ইন্টারভিউয়ের জন্য প্রার্থীরা উপস্থিত থাকতে পারবেন। কী ভাবে যোগাযোগ করবেন, তা বিশদে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (vidyasagar.ac.in) দেওয়া হয়েছে।