NBU Recruitment 2025

উদ্ভিদবিদ্যায় পিএইচডি করেছেন? উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ রয়েছে, জেনে নিন বিশদ

রিসার্চ অ্যাসোসিয়েট এবং জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে গবেষক নিয়োগ করবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। নিযুক্তদের পারিশ্রমিক হিসাবে ২৮ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:১২
Share:

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা প্রকল্পে গবেষক নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের ওই প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট এবং জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। শূন্যপদ দু’টি।

Advertisement

উদ্ভিদবিদ্যা কিংবা প্রাণিবিদ্যা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এ ছাড়াও তাঁদের অন্তত দু’টি গবেষণাপত্র প্রকাশিত হতে হবে। বিভিন্ন ধরনের উদ্ভিদ চিনে তার নমুনা সংগ্রহ এবং সংরক্ষণ, ফিল্ড রিসার্চ সংক্রান্ত অভিজ্ঞতাও থাকা চাই।

ওই কাজের জন্য স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে, তবেই গবেষণায় যোগদান করতে পারবেন। রিসার্চ অ্যাসোসিয়েট-এর ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে এবং জুনিয়র রিসার্চ ফেলো-র প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

Advertisement

রাজ্য সরকারের পরিবেশ বিভাগের স্টেট অথরিটি অফ ওয়েটল্যান্ডস-এর আর্থিক অনুকূল্যে ওই প্রকল্পে কাজ চলছে। রিসার্চ অ্যাসোসিয়েটকে প্রতি মাসে ৩০ হাজার টাকা এবং জুনিয়র রিসার্চ ফেলোকে ২৮ হাজার টাকা দেওয়া পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

আগ্রহীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগে উপস্থিত থাকতে হবে। সেখানেই ২৪ সেপ্টেম্বর প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। প্রার্থীদের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র এবং গবেষণাপত্র প্রকাশ সংক্রান্ত নথি থাকা প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement