WBPDCL Recruitment 2025

রাজ্যের বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার খুঁজছে, কোন বিভাগে কত জনকে প্রয়োজন?

মাইনিং বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রাজ্যের বিভিন্ন কয়লাখনি অঞ্চলে বিশেষজ্ঞ হিসাবে নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৮
Share:

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রাজ্যের বিভিন্ন কয়লাখনি অঞ্চলে বিশেষজ্ঞ হিসাবে নিয়োগ করা হবে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রাজ্যের বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশনে কর্মখালি। ওই সংস্থায় মাইনিং বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রয়োজন। তাঁদের ওভারম্যান এবং মাইনিং সর্দার হিসাবে নিয়োগ করা হবে। কর্মস্থল রাজ্য এবং ঝাড়খণ্ডের বিভিন্ন কয়লাখনিতে।

Advertisement

শূন্যপদ:

ওভারম্যান পদে ৬৫ জন এবং মাইনিং সর্দার পদে ১৪৪ জনকে নিয়োগ করবে রাজ্যের বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশন।

Advertisement

অভিজ্ঞতা এবং যোগ্যতা:

মাইনিং-এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এর সঙ্গে ওভারম্যান এবং মাইনিং সর্দারের শংসাপত্র থাকতে হবে। এ ক্ষেত্রে ওই শংসাপত্র ডিরেক্টরেট জেনারেল অফ মাইনস সেফটি (ডিজিএমএস) অনুমোদিত হওয়া প্রয়োজন।

এ ছাড়াও কোনও কয়লাখনিতে ওভারম্যান এবং মাইনিং সর্দার হিসাবে এক থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

প্রার্থীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।

বেতন:

ওভারম্যান পদে নিযুক্তদের প্রতি মাসে ৪১ হাজার এবং মাইনিং সর্দার পদে নিযুক্তদের ২৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

চুক্তির মেয়াদ:

তিন বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে। বাড়িভাড়া বাবদ আলাদা করে ভাতা দেওয়া হবে।

যোগ্যতা যাচাই:

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

আবেদনের শর্তাবলি:

অনলাইনে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর ওয়েবসাইট মারফত আবেদন জমা দিতে হবে। আবেদনের জন্য ২২ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত পোর্টাল চালু রাখা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement