Internship Program in Presidency University

ভাষাবিজ্ঞান নিয়ে ব্যবহারিক ক্লাস, সামার ইন্টার্নশিপের সুযোগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে

লিঙ্গুইস্টিক অ্যান্ড বেসিক ল্যাবরেটরি ফোনেটিক্স-র ওপর ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। প্রোগ্রামে অংশগ্রহণের জন্য এক হাজার টাকা করে জমা দিতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৭:৫০
Share:

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

সামার ইন্টার্নশিপের সুযোগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বাংলা বিভাগের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

লিঙ্গুইস্টিক অ্যান্ড বেসিক ল্যাবরেটরি ফোনেটিক্স-র ওপর ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা দেবারতি জানা জানিয়েছেন, ন্যাশনাল এডুকেশন পলিসি (এনইপি) ২০২০-র নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের তরফে সামার ইন্টার্নশিপ করানো হয়। সেই সুবাদেই এই ইন্টার্নশিপ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। দেবারতি বলেন, ‘‘এটি সম্পূর্ণ ভাবেই প্র্যাক্টিক্যাল ক্লাস, থিয়োরি খুব কমই রয়েছে। সাহিত্যের একবারের গোড়া থেকে পড়ানো হবে। বইয়ের পাতার বাইরে গিয়ে ব্যবহারিক দিক দিয়ে সাহিত্যের বিভিন্ন দিক তুলে ধরা হবে।’’

যে সমস্ত পড়ুয়া বর্তমানে চার বছরের স্নাতক পড়ছেন শুধুমাত্র তাঁরাই আবেদন করতে পারবেন। প্রোগ্রামে অংশগ্রহণের জন্য এক হাজার টাকা করে জমা দিতে হবে। আট সপ্তাহের এই প্রোগ্রামে নেই কোনও আসন সংখ্যা। প্রোগ্রাম শেষের পর বিশ্ববিদ্যালয়ের তরফে শংসাপত্র দেওয়া হবে।

Advertisement

ভর্তি হতে চাইলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে রেজিস্ট্রেশন করে ভর্তি হওয়া যাবে। ২৪ মার্চ রেজিস্টেশনের শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement