নিজস্ব চিত্র।
প্রকাশিত হল প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। ১৩,৪২১টি শূন্য পদে এই নিয়োগ করা হবে। অনলাইন পোর্টালের মাধ্যমে টেট উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১৯ নভেম্বর বিকেল ৩টে থেকে ৯ ডিসেম্বর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত আবেদন গ্রহণ করবে পর্ষদ।
এর আগেই স্কুল সার্ভিস কমিশন-এর মাধ্যমে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণি মিলিয়ে ৩৫ হাজার ৭২৬টি শূন্য পদে নিয়োগের কাজ শুরু হয়েছে। তার আগে উচ্চ প্রাথমিকে প্রায় ১৪ হাজার এরও বেশি আসনের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, তা-ও প্রায় শেষের মুখে। সব মিলিয়ে চলতি বছরে প্রায় ৫০ হাজারেরও বেশি শূন্য শিক্ষকপদে নিয়োগ হতে চলেছে।
প্রাথমিকে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া বুধবার থেকে হচ্ছে তা মঙ্গলবার বিকেলে নিজের এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন। এ দিন থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অনলাইন পোর্টাল চালু করবে। যেখানে টেট উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা সরকারি, সরকার অনুমোদিত ও সাহায্যপ্রাপ্ত জুনিয়র বেসিক স্কুলগুলিতে সহকারি শিক্ষক হিসেবে আবেদন করতে পারবেন।'
এই আবেদনের ভিত্তিতে প্রার্থীদের ইন্টারভিউ এবং ক্লাসরুম পঠন-পাঠনের দক্ষতার যাচাই করে নিয়োগ করা হবে। ২০১৪ ও ২০১৭ সালে যে সমস্ত টেট প্রার্থীরা উত্তীর্ণ হয়েছিলেন তাঁদের নিয়ে শেষ নিয়োগ প্রক্রিয়া হয়েছিল ২০২২ সালে। বুধবার থেকে যে আবেদন শুরু হচ্ছে সেখানে ২০১৪, ২০১৭ সালের সঙ্গে ২০২২ ও ২০২৩ সালের প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
এই ইন্টারভিউ এবং ক্লাসরুম পঠন-পাঠনের উপর থাকছে ৫০ নম্বর। যে বিধি প্রকাশ করা হয়েছিল ২০১৬ নিয়ম মেনে, তাতে উল্লেখ করা আছে তার মধ্যে মাধ্যমিক-৫ নম্বর, উচ্চ মাধ্যমিক-১০ নম্বর, এনসিটিই ট্রেনিং-১৫ নম্বর, টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট)- ৫ নম্বর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি- ৫নম্বর, সাক্ষাৎকার-৫নম্বর, অ্যাপ্টিটিউড টেস্টে-৫ নম্বর রয়েছে।