নিজস্ব চিত্র।
নথি যাচাইয়ের সঙ্গে এ বার ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু করার বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। বাংলা ও ইংরেজি ভাষায় প্রার্থীদের নথি যাচাইয়ের পর আগামী ২৬ নভেম্বর থেকে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে বলে মঙ্গলবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে জানাল এসএসসি।
ইন্টারভিউ হবে আঞ্চলিক ভাবে। তার বিস্তারিত তথ্য দ্রুত জানানো হবে বলে কমিশনের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এসএসসির নবম-দশম এবং একাদশ-দ্বাদশের ইন্টারভিউ এ বার আঞ্চলিক ভিত্তিতে হতে চলেছে। এ কথা আগেই জানিয়েছিল শিক্ষা দফতর।
শিক্ষা দফতর ও এসএসসির যুক্তি, ৩১ ডিসেম্বরের মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়া শেষ করতে গেলে আঞ্চলিক ভাবে ইন্টারভিউ নেওয়া ছাড়া উপায় নেই। কাজের সুবিধার জন্য এসএসসি-র পাঁচটি অঞ্চল রয়েছে। সেগুলি হল উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চল। ২০১৬ সালে শেষ বারের এসএসসি-তে অঞ্চলভিত্তিক ইন্টারভিউ হয়েছিল। অবশ্য সম্প্রতি উচ্চ প্রাথমিকের যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, তা কিন্তু আর অঞ্চলভিত্তিক নেই।
শিক্ষা দফতরের যুক্তি, কেন্দ্রীয় ভাবে ইন্টারভিউ নিতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। আদালতের নির্দিষ্ট সময়সীমা মেনে দ্রুত যাতে এই প্রক্রিয়া শেষ হয় তাই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণির ইংরেজি বিষয়ের চাকরিপ্রার্থীদের নথি যাচাই হতে চলেছে। প্রায় ১,২০০ প্রার্থীকে ডেকে পাঠিয়েছে কমিশন। মঙ্গলবার নথি যাচাই প্রক্রিয়ায় যোগ দিয়েছিলেন ৭০০-র বেশি প্রার্থী। তবে, এ দিন অনুপস্থিত ছিলেন ৬ জন।