প্রতীকী চিত্র।
পুজোর আগেই সুখবর, চাকরিহারা শিক্ষকদের একাংশ ফিরে পাচ্ছেন পুরনো চাকরি। শুরু হল সরকারি প্রক্রিয়া। ইতিমধ্যে প্রায় দু’হাজার চাকরিহারা শিক্ষককে তাঁদের পুরনো প্রাথমিক শিক্ষকতার কাজে যোগ দেওয়ার অনুমোদন দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, ইতিমধ্যেই অনেকে ফিরে গিয়েছেন প্রাথমিক স্কুলে, শুরু করেছেন প়ড়ানো।
প্রাথমিক শিক্ষা পর্ষদের এক কর্তা বলেন, “আমাদের কাছে যা আবেদন জমা পড়েছিল তা আমরা খতিয়ে দেখে অনুমোদন দিয়ে দিয়েছি। তাঁরা কাজেও যোগ দিয়েছেন।”
শুধু প্রাথমিকে নয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকেও বহু শিক্ষক-শিক্ষিকা পদোন্নতি ও বাড়ির কাছে কর্মস্থল চেয়ে ২০১৬ সালের এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়ে, তাঁদের সকলেরই চাকরি গিয়েছে। তার পরেই তাঁরা পুরনো পদে ফিরে যাওয়ার জন্য আবেদন করেন। শিক্ষা দফতর সূত্রের খবর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে প্রায় সাড়ে পাঁচশ জনকে অনুমোদন দেওয়া হয়েছে।
পুরনো চাকরিতে ফিরতে চেয়ে চার হাজারের বেশি ‘যোগ্য’ চাকরিহারা আবেদন করেছিলেন। শিক্ষা দফতর সূত্রের খবর, যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের সমস্ত নথি যাচাই করে সংশ্লিষ্ট দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। শিক্ষকতা ছাড়াও পুরনো চাকরিতে ফিরে গিয়েছেন বিদ্যুৎ দফতর, স্বাস্থ্য বিভাগ, রাজ্য গৃহমন্ত্রক।