CBSE oath guidelines

শপথ বাক্য পাঠ করতে হবে স্কুল পড়ুয়াদের, নির্দেশিকা সিবিএসই-র

পড়ুয়াদের সামগ্রিক উন্নয়নের স্বার্থে সকালের প্রার্থনায় কিছু পরিবর্তন আনতে চলেছে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে সিবিএসই স্বীকৃত স্কুল গুলিতে পড়ুয়াদের প্রার্থনার সময় শপথ পাঠ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১৮:১২
Share:

প্রতীকী ছবি।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র তরফে নয়া নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। পড়ুয়াদের সামগ্রিক উন্নয়নের স্বার্থে সকালের প্রার্থনায় কিছু পরিবর্তন আনতে চলেছে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে সিবিএসই স্বীকৃত স্কুল গুলিতে পড়ুয়াদের প্রার্থনার সময় শপথ পাঠ করতে হবে। মূলত যে গুলি পাঠ করবে পড়ুয়া, সেগুলি হল—

Advertisement

‘আমি সবসময় খুশি থাকি।’

‘আমার স্মৃতি ও মনোযোগ খুবই ভাল।’

Advertisement

‘আমি স্বাস্থ্যকর খাবার খাব। তাতে আমার শরীর এবং পেট সুস্থ থাকবে’।

‘আমি বৈদ্যুতিন যন্ত্র শুধুমাত্র পড়াশোনার সময় ব্যবহার করব’।

‘আমি সকলকে সম্মান করব। আমি পরিবেশকেও সম্মান করব’।

স্কুলের শুরুতেই এই বাক্যগুলি পাঠ করতে হবে পড়ুয়াদের। সম্প্রতি রাজ্যে মধ্যশিক্ষা পর্ষদের তরফেও পড়ুয়াদের এমন বেশ কিছু শপথ বাক্য পাঠের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তা ছিল শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। সিবিএসই-র তরফে এই শপথ স্কুল স্তরের সকল পড়ুয়াদের জন্যই প্রকাশ করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement