Science applications spike

পড়ুয়া কমার আশঙ্কার মধ্যেই বাড়ল বিজ্ঞানে আবেদনের সংখ্যা! স্নাতকে ভর্তির সময় বৃদ্ধি শিক্ষা দফতরে

এখন‌ও পর্যন্ত রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছে ২ লক্ষ ২৮ হাজার ৭৭২ জন। এর মধ্যে ৭৪,৮৯৫ জনের সশরীরে কলেজে উপস্থিত হয়ে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আগামী ২৭ অগস্ট পর্যন্ত চলবে এই ভেরিফিকেশন-এর কাজ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ২২:০৫
Share:

ছবি: সংগৃহীত।

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকে প্রথম দফায় ভর্তির সময়সীমা আর‌ও একদিন বৃদ্ধি করে ২৬ অগস্ট রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত করা হল। ২৫ অগস্ট মধ্যরাত পর্যন্ত রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তি হয়েছে ২ লক্ষ ২০ হাজারের বেশি পড়ুয়া।

Advertisement

এখন‌ও পর্যন্ত রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছে ২ লক্ষ ২৮ হাজার ৭৭২ জন। এর মধ্যে ৭৪,৮৯৫ জনের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে। ২৭ অগস্ট পর্যন্ত চলবে কলেজে গিয়ে কলেজে গিয়ে তথ্য যাচাইকরণের কাজ।

প্রথম পর্যায়ে ৪ লক্ষ ২ হাজার ৫৫৭ টি আসনের জন্য আবেদন করেছিলেন ৩ লক্ষ ৫৯ হাজার ৭৬৮ জন পড়ুয়া। অর্থাৎ প্রথম পর্বে ভর্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে ১ লক্ষ ৩০ হাজার ৩৯৬ টি আসনে কোনও আবেদনই হয়নি। যা মোট বরাদ্দ আসনের ৪৫ শতাংশ।

Advertisement

উচ্চশিক্ষা দফতরের এক কর্তা জানিয়েছেন, বিজ্ঞান বিভাগে আবেদনের সংখ্যা নাকি খানিক বেড়েছে। তিনি বলেন, “এ বছর প্রথম দফায় বিজ্ঞান বিভাগের বেশ কিছু বিষয় ভর্তির আবেদন জমা পড়ছে আগের বারে তুলনায় বেশি। উচ্চশিক্ষার ক্ষেত্রে এটা আশার আলো।”

শুক্র ও শনিবার অভিন্ন পোর্টালের মাধ্যমে টাকা জমা দিয়ে অনলাইনে ভর্তির ক্ষেত্রে যান্ত্রিক সমস্যার দেখা দিয়েছিল। সে কারণেই এই দফায় ভর্তি হওয়ার আবেদন করা যাবে আরো এক দিন। শিক্ষা দফতর জানিয়েছে, আগামী ২৯ অগস্ট থেকে কলেজগুলিতে প্রথম সেমেস্টারের ক্লাস শুরু হচ্ছে।

প্রথম দফায় ভর্তির তথ্য সামনে আসার পর রাজ্যের বেশিরভাগ কলেজের বিশ্ববিদ্যালয়ের আশঙ্কার প্রহর গুনছে আসন সংখ্যার অর্ধেক পূরণ হবে কিনা এ বার। রাজ্যে সার্বিক ভাবে ৪৬০টি কলেজে আসন রয়েছে প্রায় ৯ লক্ষ ৪৬ হাজার। আবেদন করেছেন মাত্র ৩ লক্ষ ৫৯ হাজারের কিছু বেশি পড়ুয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement