SKBU Recruitment 2025

সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে আইসিএমআরের প্রকল্পে কাজের সুযোগ, নিয়োগ কোন কোন পদে?

আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ১৯:০৫
Share:

সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় প্রকল্পে কাজের সুযোগ। বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপলজি ও ট্রাইবাল স্টাডিজ় বিভাগে গবেষণার কাজ হবে। এর জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের যে প্রকল্পের জন্য নিয়োগ, সেটির নাম— ‘ইন্ডিয়া চাইল্ড গ্রোথ স্ট্যান্ডার্ডস রিসার্চ ইনিশিয়েটিভ: আ প্রসপেক্টিভ কোহর্ট স্টাডি টু ডেভেলপ গ্রোথ স্ট্যান্ডার্ডস ইন ০ টু ২৪ মান্থস ইন্ডিয়ান চিল্ড্রেন’। প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থপুষ্ট।

প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-৩ (মেডিক্যাল) এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট) পদে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা পাঁচ। দু’টি পদেই নিযুক্তদের কাজের মেয়াদ প্রথমে থাকবে ছ’মাস। এর পর তাঁদের কাজের দক্ষতা এবং ফান্ডিংয়ের উপর নির্ভর করে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে।

Advertisement

প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-৩ (মেডিক্যাল) এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট) পদে আবেদনকারীদের বয়স যথাক্রমে ৪৫ এবং ৩৫ বছরের মধ্যে থাকা জরুরি। প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-৩ (মেডিক্যাল) এবং প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট) পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে যথাক্রমে ১,০২,৩০০ টাকা এবং ৩০,৮০০ টাকা।

প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট) পদে আবেদনকারীদের বায়োলজিক্যাল অ্যানথ্রোপলজি বা নিউট্রিশনে মাস্টার্স থাকতে হবে। একই ভাবে অন্য পদটির জন্যও রয়েছে যোগ্যতার ভিন্ন মাপকাঠি, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদে উল্লিখিত।

আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২০ জুন। এর পর পদগুলিতে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement