আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।
স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে একটি গবেষণা প্রকল্পের কাজ হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে। সেই প্রকল্পের জন্য গবেষক প্রয়োজন। এমনটা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থার অর্থপুষ্ট। এর জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। প্রকল্পটির নাম— ‘নিদান: নভেল এআই-এনেবেল্ড ইন্টেলিজেন্ট ডিটেকশন অ্যান্ড অ্যানালিসিস অ্যারে ফর নেফ্রোলজি ইন রিসোর্স-লিমিটেড সেটিংস’। প্রকল্পটির জন্য অর্থ সহায়তা করবে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।
প্রকল্পে প্রজেক্ট টেকনিক্যাল নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে দু’টি। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ১০ মাস।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ২৮ হাজার টাকা।
আবেদনকারীদের প্রকল্প সম্পর্কিত কোনও বিষয়ে তিন বছরের স্নাতক এবং তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। যাঁদের ইঞ্জিনিয়ারিংয়ের আইটি বা কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর্স ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। মহিলা প্রার্থী বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ১০০ টাকা। আগামী ১৯ জুন আবেদনের শেষ দিন। এই বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।