IIT Kharagpur Admission 2025

শহরাঞ্চলে অগ্নিসংযোগের ঘটনা কী ভাবে কমানো যায়? অনলাইনে শেখাবে আইআইটি খড়্গপুর

স্বল্পমেয়াদি এই কোর্সের ক্লাস হবে আগামী ২০ থেকে ২২ জুন পর্যন্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৫ ১৯:০৮
Share:

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ভারতের মতো দেশে জনস‌ংখ্যার চাপ এক বড় সমস্যার বিষয়ে। ক্রমশ ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে জনবসতি। বাড়ছে নিয়মকে বুড়ো আঙুল দেখানোর প্রবণতাও। কলকাতার মতো শহরেও বহুতল তৈরির ক্ষেত্রে মানা হচ্ছে না নিয়মবিধি। তাই মাঝে মাঝেই ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা।

Advertisement

কিন্তু কী ভাবে এই ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায়, তা নিয়ে প্রশিক্ষণের প্রয়োজন রয়ছে। এ বার সেই সংক্রান্ত একটি কোর্স করাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। ক্লাস হবে অনলাইনে।

আইআইটি খড়্গপুরের আর্কিটেকচার এবং রিজিয়োনাল প্ল্যানিং বিভাগের সেন্টার অফ এক্সেলেন্স ইন আরবান প্ল্যানিং অ্যান্ড ডিজ়াইনের তরফে পাঠক্রমটি পড়ানো হবে। সংশ্লিষ্ট কোর্সের নাম— ‘অ্যাওয়েয়ারনেস অফ ফায়ার সেফটি ইন আরবান বিল্ট এনভায়রনমেন্ট’। স্বল্পমেয়াদি এই কোর্সের ক্লাস হবে আগামী ২০ থেকে ২২ জুন পর্যন্ত। ২০ জুন বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত চলবে ক্লাস। ২১ এবং ২২ জুন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাস নেওয়া হবে। সমস্ত ক্লাস নেওয়া হবে অনলাইন মিটিং লিঙ্কের মাধ্যমে।

Advertisement

সংশ্লিষ্ট কোর্সে পড়ানো হবে বহুতল তৈরির ক্ষেত্রে কী ধরনের নির্মাণ সামগ্রী ব্যবহার করা উচিত, বহুতলে আগুন লাগলে কী ভাবে বাসিন্দাদের বহুতল ছাড়ার প্রস্তুতি নিতে হবে অথবা আর অগ্নিকাণ্ডের ঘটনা প্রতিহত করতে আর কী কী সুরক্ষাবিধি মেনে চলা উচিত, সে বিষয়েও অংশগ্রহণকারীদের নানা পাঠ দেওয়া হবে।

এই কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন পড়ুয়া, গবেষক, শিক্ষক থেকে বিভিন্ন ক্ষেত্রে কর্মরতরাও। পড়ুয়া এবং গবেষকদের জন্য কোর্স ফি-র পরিমাণ ১,০০০ টাকা। বাকিদের ক্ষেত্রে কোর্স ফি বরাদ্দ করা হয়েছে ২,০০০ টাকা।

কোর্স করাবেন সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরা। কোর্স শেষে বিতরণ করা হবে শংসাপত্রও। আগ্রহীদের এ জন্য প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদন জানাতে হবে। এই বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement