HPCL Recruitment 2025

৩৭২ জন কর্মী নিয়োগ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে, কোন কোন পদে?

পদ অনুযায়ী নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৪০,০০০-১,৪০,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১,২০,০০০-২,৮০,০০০ টাকা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৯:০১
Share:

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে (এইচপিসিএল) উচ্চ পদে কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, সংস্থায় ‘ফ্রেশার’ এবং অভিজ্ঞ— দু’রকম প্রার্থীদের জন্যই চাকরির সুযোগ রয়েছে। নিয়োগ হবে একাধিক পদে। এর জন্য আগ্রহীরা অনলাইনেই আবেদন করতে পারবেন। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে এগজ়িকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এগজ়িকিউটিভ (সিভিল, মেকানিক্যাল, কোয়ালিটি কন্ট্রোল), ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, সিভিল, কেমিক্যাল), চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, অফিসার (এইচআর, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং), অ্যাসিস্ট্যান্ট অফিসার/অফিসার-ল্যাঙ্গোয়েজ ইমপ্লিমেন্টেশন, ল অফিসার, সেফটি অফিসার (গ্যাস ডিস্ট্রিবিউশন), সিনিয়র অফিসার-সহ একাধিক পদমর্যাদায়। মোট শূন্যপদের সংখ্যা ৩৭২। নিযুক্তদের সংস্থার একাধিক বিভাগে কাজের সুযোগ মিলবে। পোস্টিং হবে দেশের বিভিন্ন শহরে।

পদের ভিত্তিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ২৫ বছর অথবা ৪৮ বছর। পদ অনুযায়ী নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৪০,০০০-১,৪০,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১,২০,০০০-২,৮০,০০০ টাকা।

Advertisement

বিভিন্ন পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে বিশদে উল্লেখ করা হয়েছে।

উল্লিখিত পদগুলিতে কম্পিউটার-নির্ভর পরীক্ষা, গ্রুপ টাস্ক/ডিসকাশন, স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের আগে প্রার্থীদের মেডিক্যাল পরীক্ষাও করা হবে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১১৮০ টাকা। ‘ফ্রেশার’ এবং অভিজ্ঞদের জন্য নির্ধারিত পদগুলিতে আবেদনের শেষ দিন যথাক্রমে ৩০ জুন এবং ১৫ জুলাই। নিয়োগের শর্তাবলি জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement