গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
সঙ্গীতে পিএইচডি করার সুযোগ। সিকিম বিশ্ববিদ্যালয়ের তরফে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের ওই বিভাগে ভর্তি নেওয়া হবে। এ ছাড়া আরও ২০টি বিভাগে পিএইচডি ডিগ্রি কোর্সের জন্য আগ্রহীদের আবেদন চাওয়া হয়েছে।
এর মধ্যে গণিত, রসায়ন, উদ্ভিদবিদ্যা, উদ্যানবিদ্যা, পদার্থবিদ্যা, মাইক্রোবায়োলজি থেকে শুরু করে মনোবিদ্যা, ট্যুরিজ়ম, নেপালি, গণজ্ঞাপনের মতো বিষয়ও রয়েছে। পিএইচডি করতে আগ্রহীদের উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন।
এ ছাড়াও তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। মোট ১২৬টি আসন খালি রয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র পাঠাতে পারবেন।
আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টাল ১ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চালু থাকছে। আবেদনমূল্য হিসাবে ১,০০০ টাকা ধার্য করা হয়েছে। এর পর বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ২ এবং ৩ ফেব্রুয়ারিতে ডেকে পাঠানো হবে। ক্লাস ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে।