প্রতীকী চিত্র।
সমাজবিজ্ঞান নিয়ে নানা দিক নিয়ে গবেষণার প্রতি আগ্রহ বাড়াতে এবং বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ জোগান দেওয়ার জন্য জাতীয় স্তরে গড়ে তোলা হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)। কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের অধীনস্থ এই সংস্থায় এ বার ইন্টার্নশিপের সুযোগ মিলবে। সম্প্রতি এ নিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি।
আইসিএসএসআর-এর তরফে দু’ধরনের প্রশিক্ষণ বা ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। একটি সিনিয়র ইন্টার্নশিপ প্রোগ্রাম। অন্যটি জুনিয়র ইন্টার্নশিপ প্রোগ্রাম। ২০২৫-’২৬ শিক্ষাবর্ষের জন্য এই ইন্টার্নশিপের ব্যবস্থা। এর মধ্যে সিনিয়র ইন্টার্নশিপ প্রোগ্রামের মেয়াদ ছ’মাস। অন্য দিকে, জুনিয়র ইন্টার্নশিপ প্রোগ্রাম চলবে তিন মাসব্যাপী।
কেন্দ্রীয় এই কাউন্সিলে সিনিয়র এবং জুনিয়র ইন্টার্নশিপের প্রতিটিতেই মোট ২০টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। সিনিয়র এবং জুনিয়র ইন্টার্নদের মাসে যথাক্রমে ২৫,০০০ টাকা এবং ১৫,০০০ টাকা বৃত্তি দেওয়া হবে।
সিনিয়র ইন্টার্ন পদে আবেদন জানাতে পড়ুয়াদের সমাজবিজ্ঞান, হিউম্যানিটিজ় বা ইন্টার-ডিসিপ্লিনারি বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। জুনিয়র ইন্টার্ন পদে আবেদনকারীদের উল্লিখিত বিষয়গুলিতে স্নাতকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি, প্রয়োজন রিসার্চ মেথডোলজি সম্পর্কিত জ্ঞান, সমাজবিজ্ঞানের গবেষণায় স্ট্যাটিস্টিক্যাল টুলের ব্যবহারের দক্ষতা, ডেটা অ্যানালিসিসের দক্ষতা, কথোপকথনের দক্ষতা এবং এমএস অফিস ব্যবহারের পারদর্শিতা। এ ছাড়াও বাকি যোগ্যতার মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের এর জন্য আইসিএসএসআরের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আগামী ১৮ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর যোগ্যতার ভিত্তিতে বাছাই পড়ুয়াদের ইন্টারভিউয়ের মাধ্যমে মূল্যায়ন করে ইন্টার্ন হিসাবে বেছে নেওয়া হবে। এ বিষয়ে বাকি তথ্য জানা যাবে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে।