St. Xaviers College Admission 2025

দূরশিক্ষা মাধ্যমে এমবিএ! যৌথ ভাবে কোর্স সেন্ট জেভিয়ার্স এবং পুদুচেরি বিশ্ববিদ্যালয়ের

কোর্সটি ইউজিসি (ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন) এবং এআইসিটিই (অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন) দ্বারা স্বীকৃত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৯:০০
Share:

সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। ছবি: সংগৃহীত।

কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ পুদুচেরি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ভাবে এমবিএ (মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন) কোর্সের আয়োজন করছে। তার জন্য ইতিমধ্যেই জারি করা হয়েছে বিশদ বিজ্ঞপ্তি। শুরু হয়েছে অনলাইন ভর্তি প্রক্রিয়াও। জানানো হয়েছে, ২০২৫-’২৬ শিক্ষাবর্ষের জন্য পড়ুয়াদের এই কোর্সে ভর্তি নেওয়া হবে।

Advertisement

কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের তরফে এমবিএ-র এই ‘টুইনিং প্রোগ্রাম’ গত কয়েক বছর ধরে পড়ানো হচ্ছে। যার ক্লাস করানো হয় দূরশিক্ষা মাধ্যমে। কোর্সটি ইউজিসি (ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন) এবং এআইসিটিই (অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন) দ্বারা স্বীকৃত।

এমবিএ-র জন্য মোট পাঁচটি বিষয়ে স্পেশালাইজ়েশন করার সুযোগ থাকছে, সেগুলি হল— মার্কেটিং, ফিন্যান্স, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজ়নেস এবং জেনারেল। মোট কোর্স ফি ৭৫,৫০০ টাকা।

Advertisement

সংশ্লিষ্ট কোর্সে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। আসনসংখ্যা সীমিত হওয়ায় পড়ুয়াদের এই কোর্সে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড পদ্ধতি’ মেনে ভর্তি নেওয়া হবে।

আগ্রহীদের প্রথমে পুদুচেরি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট কোর্সের জন্য আবেদন জানাতে হবে। সেখানে রেজিস্ট্রেশন ফি বাবদ ৩০০ টাকা জমা দিতে হবে। এর পর নির্বাচিত পড়ুয়াদের প্রথম সেমেস্টারের জন্য ২৬,৪৫০ টাকা জমা দিতে হবে। এর পর কলেজের ওয়েবসাইটে গিয়েও অ্যাডমিশন এবং প্রসেসিং ফি বাব্দ ২০০০ টাকা জমা দিতে হবে। এর পর নথি যাচাইকরণের জন্য কলেজের অফিসেও সমস্ত নথি-সহ পড়ুয়াদের উপস্থিত হতে হবে। এ বিষয়ে বাকি তথ্য জানা যাবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement