এনএসওইউ। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরফে বেশ কিছু বিষয়ের কোর্স করানো হয় অনলাইনে ‘স্বয়ম’ প্ল্যাটফর্মের মাধ্যমে। প্রচলিত বিষয়গুলি ছাড়াও একাধিক নিত্যনতুন বিষয়ের উপরেও ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করানো হয় এই প্ল্যাটফর্মের মাধ্যমে। বিনামূল্যেই যে কোনও বিষয়ের কোর্স করতে পারেন পড়ুয়ারা এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। এ বার ‘স্বয়ম’-এ নতুন কিছু বিষয়ের কোর্স নিয়ে হাজির নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)। সেই মর্মে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।
বিশ্ববিদ্যালয়ের তরফে ‘স্বয়ম’-এ এই অনলাইন কোর্সগুলি ২০২৫ সালের জুলাই পর্বের সেমেস্টারের জন্য চালু করা হচ্ছে। কোর্সগুলির মধ্যে স্নাতক বা স্নাতকোত্তরের পড়ুয়াদের পাশাপাশি পিএইচডিতে নথিভুক্ত পড়ুয়াদের জন্যও একটি কোর্স রাখা হয়েছে। বিভিন্ন কোর্সের মেয়াদ আট সপ্তাহ।
রিসার্চ অ্যান্ড পাবলিকেশন এথিক্স এবং রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট, এই দু’টি কোর্স করানো হবে। সম্পূর্ণ কোর্সটিই বিনামূল্যে করানো হবে। তবে কোর্সের শেষে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার জন্য ধার্য করা টাকা জমা দিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে এনএসওইইউ-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে একটি ভিডিয়ো লিঙ্ক দেওয়া রয়েছে। পাশাপাশি রেজিস্ট্রেশনের জন্যও লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকেই আবেদন প্রক্রিয়া-সহ এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন আগ্রহীরা।