JU Admission 2025

ভেষজ ওষুধ নিয়ে পড়তে চান? সুযোগ দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজিত ‘হার্বাল মেডিসিন’-এর কোর্সটি একটি সার্টিফিকেট কোর্স। বছরে দু’বার ছ’মাস মেয়াদে কোর্সটি করানো হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ১৮:১২
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিশেষ বিষয়ে কোর্সের আয়োজন করা হবে। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাঠক্রমটিতে ভেষজ ওষুধের খুঁটিনাটি পড়ানো হবে। স্বল্পমেয়াদি এই কোর্সে ভর্তির জন্য আগ্রহীরা অফলাইনে তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজিত ‘হার্বাল মেডিসিন’-এর কোর্সটি একটি সার্টিফিকেট কোর্স। বছরে দু’বার ছ’মাস মেয়াদে কোর্সটি করানো হয়। জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর এই ভাগে কোর্সটি আয়োজন করা হয়ে থাকে। এখন জুলাই সেশন-এর জন্য ভর্তির আবেদনগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ়, ল অ্যান্ড ম্যানেজমেন্টের অধীনস্থ স্কুল অফ ন্যাচারাল প্রোডাক্ট স্টাডিজ় এই কোর্সের মূল উদ্যোক্তা।

সপ্তাহে তিন দিন মোট ১৬ ঘণ্টার ক্লাস হবে। মোট কোর্স ফি ধার্য করা হয়েছে ৩০,২০৮ টাকা। এই পাঠক্রমে দ্বাদশোত্তীর্ণ থেকে শুরু করে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান যে কোনও বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তীর্ণ/ ফার্মাসিতে এমএসসি (মাস্টার অফ সায়েন্স) ডিগ্রিধারী অথবা অন্য যে কোনও বিষয়ে ডিপ্লোমা/ ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

Advertisement

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনমূল্য ১০০টাকা ধার্য করা হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement