WBCHSE Exam 2025

উচ্চ মাধ্যমিকে নম্বর বাড়বে? প্রকাশিত হতে চলেছে স্ক্রুটিনি ও রিভিউ-এর ফল

পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে গিয়ে আইডি এবং পাসওয়ার্ড দিলে ফল দেখতে পারবেন। এ ছাড়াও বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ রয়েছে, স্কুলগুলি আগামী ৫ জুনের মধ্যে পড়ুয়াদের পুরনো মার্কশিট শিক্ষা সংসদের কাছে জমা দিতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৯:০৯
Share:

প্রতীকী ছবি।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (পিপিএস) ও পোস্ট পাবলিকেশন রিভিউ (পিপিআর) প্রক্রিয়ার ফলাফল প্রকাশিত হবে আগামী ৩০ মে। সম্প্রতি শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে।

Advertisement

সংসদ সূত্র জানাচ্ছে, ৯৯ শতাংশ আবেদনের ফল ৩০ মে প্রকাশিত হবে। বাকি আবেদনের ফল ৩ জুনের মধ্যেই প্রকাশ করে দেওয়া হবে। পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে গিয়ে আইডি এবং পাসওয়ার্ড দিলে ফল দেখতে পারবেন। এ ছাড়াও বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ রয়েছে, স্কুলগুলি আগামী ৫ জুনের মধ্যে পড়ুয়াদের পুরনো মার্কশিট শিক্ষা সংসদের কাছে জমা দিতে হবে।

উল্লেখ্য, গত ১৪ মে প্রকাশ করা হয়েছিল পিপিএস ও পিপিআর-এর তৎকাল প্রক্রিয়ার ফলাফল। যেখানে ১ থেকে ২০ নম্বর বৃদ্ধি হয়েছিল ৯৮ জনের। এ ছাড়াও ২১ থেকে ৩০ নম্বর বেড়েছিল ১২ জনের এবং ৩১-র বেশি নম্বর বেড়েছিল ২০ জনের। পিপিএস-পিপিআর মিলিয়ে মোট নম্বর বেড়েছিল ২,৬৮৯ জনের। তবে সর্বোচ্চ নম্বর বৃদ্ধি কত, তা নির্দিষ্ট করে জানায়নি সংসদ। এর ফলে বদল হয়েছিল মেধা তালিকাতেও। চলতি বছর মেধা তালিকায় প্রথম ১০-এ মোট ৭২ জন ছিল। কিন্তু পিপিএস-পিপিআর-এর ফল ঘোষণার পর আরও এক জনের নাম যুক্ত হয় ওই তালিকায়। আলিপুরদুয়ারের সালকুমার হাট হাই স্কুলের পড়ুয়া মৌমা বিশ্বাস। তালিকায় স্থান ছিল একাদশ। রিভিউয়ের পর দু’নম্বর বেড়েছিল তাঁর। মেধা তালিকার নবম স্থানে এখন বাকি ১৭ জনের সঙ্গে তাঁরও নাম যুক্ত হয়। ৪৮৭ থেকে নম্বর বেড়ে মৌমার প্রাপ্ত নম্বর এখন ৪৮৯।

Advertisement

উচ্চ মাধ্যমিকের স্ক্রুটিনি ও রিভিউ-এর জন্য আবেদন গ্রহণ শুরু করা হয়েছিল ৮ মে রাত ১২টা থেকে, যা শেষ হবে ২২ মে। অর্থাৎ প্রায় সাত দিন পরেই প্রকাশ হতে চলেছে স্ক্রুটিনি ও রিভিউ-এর ফল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement