আইএসিএস। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। আইএসিএস-এর ল অফ ফিজিক্যাল সায়েন্সেসের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশেষ প্রজেক্টে স্বল্প সময়ের জন্য রয়েছে কাজের সুযোগ। প্রথমে দু’বছরের জন্য রয়েছে কাজের সুযোগ। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। প্রতি মাসে ৫৮ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। তার আগে প্রার্থীকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রার্থীকে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্স’-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৮ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।