—ফাইল চিত্র।
নির্ধারিত দিনেই হবে স্কুল সার্ভিস কমিশন সার্ভিস কমিশন (এসএসসি) লিখিত পরীক্ষা। জেলাশাসকদের সঙ্গে বৈঠকে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্য সচিব।
সুপ্রিম কোর্টের নির্দেশমতো ১০ দিন সময় বাড়ানো হচ্ছে ফর্ম পূরণের জন্য। কিন্তু লিখিত পরীক্ষার দিন পিছবে না, ৭ এবং ১৪ সেপ্টেম্বরই তা অনুষ্ঠিত হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, বর্ধিত ১০ দিনে যাঁরা আবেদন করবেন, তাঁদের একদিনের মধ্যেই এডমিট কার্ড দিয়ে দেওয়া হবে।
২৩ অগস্ট থেকে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আবেদন পত্র নেওয়া হবে অনলাইনে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নিয়ে শুক্রবার উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্য সচিব। সেই বৈঠকেই স্কুল শিক্ষা দফতরকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।
৭ ও ১৪ সেপ্টেম্বরের পর আর কোনও দিন পাওয়া যাচ্ছে না পরীক্ষা নেওয়ার। তারপর পুজোর ছুটি পড়ে যাবে।
সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে ৩১ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। তাই লিখিত পরীক্ষার দিন বদল সম্ভব নয়, শিক্ষা দফতর সূত্রে এমনই খবর।
পাশাপাশি স্পেশাল এডুকেটর বা বিশেষ ভাবে সক্ষম শিক্ষক নিয়োগ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৯৪১ শূন্য পদে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু করতে চলেছে এসএসসি। ১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত এই আবেদন গ্রহণ করা হবে। আগ্রহীরা টাকা জমা দিতে পারবেন ওই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।