প্রতীকী চিত্র।
শুক্রবার দুপুরে ঘোষণা করা হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (ডব্লিউবিজেইই) পরীক্ষার ফল। প্রকাশিত মেধাতালিকাও। সন্ধে হতে না হতেই বিভিন্ন কলেজে ভর্তির কাউন্সেলিং দিন ক্ষণও জানিয়ে দিল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড। জানানো হল কাউন্সেলিং সংক্রান্ত সমস্ত তথ্য।
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি) আয়োজিত ই-কাউন্সেলিং প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন পরীক্ষায় উত্তীর্ণেরা। তাঁদের জয়েন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে কলেজে ভর্তির জন্য নাম নথিভুক্ত করে পছন্দের কলেজ বাছাই করতে হবে আগামী ২৮ অগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে। তবে পছন্দের কলেজ বাছাইয়ে কোনও পরিবর্তন করতে চাইলে এবং ‘চয়েস লক’ করতে চাইলে ১ সেপ্টেম্বরই করতে হবে।
কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডের জন্য ‘সিট অ্যালটমেন্ট’ বা আসন বরাদ্দ সংক্রান্ত ঘোষণা করা হবে ৩ সেপ্টেম্বর। কলেজে বাছাই করা আসনে ভর্তি, সংশ্লিষ্ট কলেজে সমস্ত নথি নিয়ে রিপোর্টিং করতে হবে ৩ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে।
এর পর দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ের ফল ঘোষণা করা হবে ৯ সেপ্টেম্বর। কলেজে বাছাই করা আসনে ভর্তি, সংশ্লিষ্ট কলেজে সমস্ত নথি নিয়ে রিপোর্টিং করতে হবে ৯ থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে।
উল্লেখ্য, চলতি বছরে ২৭ এপ্রিল হয়েছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। শুক্রবার পরীক্ষা শেষের ১১৭ দিনের ফল ঘোষণা করল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজ়্যাম বোর্ড। পরীক্ষা দেন ১,০১, ৬৪৩ জন। উত্তীর্ণ হয়েছেন ১,০০,৫০২ জন।