SSC data verification

সব সম্ভাবনার ইতি! চলতি বছর শুরু করা যাচ্ছে না নবম-দশম শিক্ষক নিয়োগের তথ্যযাচাই প্রক্রিয়া

প্রাথমিক ভাবে ২৬ ডিসেম্বর ২০২৫ তথ্য যাচাই করা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু পরে তা পিছিয়ে ২৯ ডিসেম্বর হবে বলে জানিয়েছিল এসএসসি। কিন্তু শুক্রবার জানা যায় ওই দিন তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৪০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম

বছর শেষে হচ্ছে না নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাই। এমনই জানা গিয়েছে, স্কুল সার্ভিস কমিশনের সূত্রে। মনে করা হচ্ছে, আগামী বছরের গোড়ায় শুরু হবে নবম-দশম শ্রেণির জন্য তথ্য যাচাই।

Advertisement

প্রাথমিক ভাবে ২৬ ডিসেম্বর ২০২৫ তথ্য যাচাই করা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু পরে তা পিছিয়ে ২৯ ডিসেম্বর হবে বলে জানিয়েছিল এসএসসি। কিন্তু শুক্রবার জানা যায় ওই দিন তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

এসএসসি-র তরফে জানা গিয়েছে, আগে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাইয়ের কাজ শেষ করতে হবে। তার পর নবম-দশমের তথ্য যাচাই শুরু হবে। আদালতের নির্দেশে ১৫০ জন প্রার্থীর তথ্য যাচাই হবে আগামী সপ্তাহ থেকে।

Advertisement

উল্লেখ্য, একাদশ-দ্বাদশের কিছু চাকরিপ্রার্থী তাঁদের তাদের জাতিগত বিভাগ উল্লেখ বা সংশোধন করেনি। তাঁদের ফের সুযোগ দিতে হবে বলে জানিয়েছে কলকাতা হাই কোর্ট। তার পরই ১৫০ জন আবেদন করেছিলেন। এসএসসি-র দাবি, এদের তথ্য যাচাইয়ের জন্য বিশেষজ্ঞদের ডাকতে হবে। ইন্টারভিউ সূচি তৈরি করতে হবে আলাদা করে।

শুধু নবম দশমের তথ্য যাচাই নয়, ৭ জানুয়ারি ২০২৬-এর মধ্যে একাদশ-দ্বাদশের জন্য শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ‌ও হচ্ছে না তা আগেই জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement