SSC Document Verification

অভিজ্ঞতা বা জাতি শংসাপত্রে ভুয়ো তথ্য! শুধু বাংলা ও ইংরেজিতেই ১০৬ প্রার্থীর নাম বাতিল করল এসএসসি

এসএসসি প্রকাশিত তালিকা অনুযায়ী বাংলায় ৩৩ জন এবং ইংরেজি বিষয়ে ৭৩ জন প্রার্থীর নাম বাদ পড়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, শিক্ষকতার অভিজ্ঞতা দেখাতে গিয়ে যে তথ্য তাঁরা আপলোড করেছিলেন, তাতে ভুল ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১২:০৯
Share:

— ফাইল চিত্র।

নথি যাচাই করানোর পর শুধু বাংলা ও ইংরেজিতেই বাদ পড়ল ১০৬ জন চাকরিপ্রার্থীর নাম। এসএসসি লিখিত পরীক্ষার পর একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষার্থীদের নথি যাচাই করা হয়েছে গত ১৮ নভেম্বর। সে সময়ই ধরা পড়ে, প্রায় সাড়ে ৩০০ প্রার্থীর তথ্যে গরমিল রয়েছে। রবিবার, রাতে এক তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দিয়েছে, কোন কোন প্রার্থীর নাম কাটা হয়েছে। পাশাপাশি কেন তাঁদের নাম বাদ পড়ল, তা-ও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

এসএসসি প্রকাশিত তালিকা অনুযায়ী বাংলায় ৩৩ জন এবং ইংরেজি বিষয়ে ৭৩ জন প্রার্থীর নাম বাদ পড়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, শিক্ষকতার অভিজ্ঞতা দেখাতে গিয়ে যে তথ্য আপলোড তাঁরা করেছিলেন, তাতে ভুল ছিল। অনেকেই অভিজ্ঞতার শংসাপত্র দেখাতে পারেনি ভেরিফিকেশনের সময়। দেয় তথ্যের ভিত্তিতে প্রাথমিক ভাবে তাঁদের অভিজ্ঞতার জন্য ১০ নম্বর দেওয়া হলেও নথি যাচাইয়ের পর সেই নম্বর কাটা হয়। তার ফলেই ‘কাট অফ মার্কস’ পর্যন্ত তাঁরা পৌঁছোতে পারেননি।

বেশ কিছু প্রার্থীর জাতিগত শংসাপত্রেও ভুল ছিল বলে জানানো হয়েছে এসএসসির তরফে। ফলে তাঁরাও নির্ধারিত নম্বর অবধি পৌঁছোতে পারেননি। আবার কারও কারও বয়ঃসীমায় সমস্যা তৈরি হয়েছে। এঁরা কেউই আর ইন্টারভিউয়ের ডাক পাবেন না বলে জানিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন।

Advertisement

এরই পাশাপাশি এখনও পর্যন্ত প্রায় ২০০ প্রার্থী নথি যাচাইকরণে অনুপস্থিত বলেও স্কুল সার্ভিস কমিশন সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement