West Bengal SSC Recruitment

সোমে শিক্ষাকর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু, এখনও কেন ‘অযোগ্য’- তালিকা প্রকাশ হল না, প্রশ্ন ‘যোগ্য’দের

গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে ‘যোগ্য’ চাকরিহারার সংখ্যা ৩,৩৯৪ জন। এর মধ্যে গ্রুপ সি-তে রয়েছেন ১,২৫৫ জন। গ্রুপ ডি-তে ২,১৩৯ জন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১৭:২৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম

শিক্ষকদের পর এ বার ‘অযোগ্য’ শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশের পথে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। চলতি মাসের ৩ তারিখ শিক্ষাকর্মী পদে আবেদন গ্রহণ শুরু করতে চলেছে এসএসসি। তার আগেই তালিকা প্রকাশ করা হবে বলে শিক্ষা দফতর সূত্রের খবর।

Advertisement

প্রসঙ্গত, গত মে মাসে রাজ্য সরকার ঘোষণা করেছিল, চাকরিহারা গ্রুপ সি কর্মীদের প্রতি মাসে ২০ হাজার এবং গ্রুপ ডি কর্মীদের ১৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে। কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলায় করেন ‘ওয়েটিং লিস্ট’-এ থাকা চাকরিপ্রার্থীরা। ‘যোগ্য’- ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ না করে ভাতা দেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয় হাই কোর্ট।

এ প্রসঙ্গে চাকরিহারা গ্রুপ সি শিক্ষাকর্মী অমিত মণ্ডল বলেন, ‘‘আমাদের প্যানেল বাতিল হওয়ার মূল কারণ ছিল ‘অযোগ্য’দের চাকরি দেওয়া। শীর্ষ আদালত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, কোন‌ও ‘অযোগ্য’ পরীক্ষায় বসতে পারবেন না। আবেদনের সময় এসে গেলেও তাঁরা ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করল না। আমাদের আশঙ্কা, আবার এই নিয়োগপ্রক্রিয়া থমকে যেতে পারে।’’

Advertisement

গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে ‘যোগ্য’ চাকরিহারার সংখ্যা ৩,৩৯৪ জন। এর মধ্যে গ্রুপ সি-তে রয়েছেন ১,২৫৫ জন। গ্রুপ ডি-তে ২,১৩৯ জন। হাইকোর্টে দেওয়া এসএসসি-র শেষ তথ্য অনুযায়ী, গ্রুপ সি-তে ‘অযোগ্যে’র সংখ্যা ১,১৬৪ জন। আর গ্রুপ ডি-তে ২,৩৪৯ জন।

১০ অক্টোবর শিক্ষাকর্মী না নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি। সেখানে শূন্যপদ উল্লেখ করা হয়েছে। হিসাব বলছে, গ্রুপ সি-র শূন্যপদ রয়েছে ২,৯৮৯টি এবং গ্রুপ ডি-র ৫৪৮৮টি। আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হবে ৩ নভেম্বর থেকে। চলবে ৩ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

২০১৬-এ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য আবেদন জমা পড়েছিল ১৮ লক্ষেরও বেশি। গত ৯ বছরে কোনও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত না হ‌ওয়ায় প্রার্থীর সংখ্যা বেড়েছে। মনে করা হচ্ছে, এ বার আবেদনকারীর সংখ্যা ২৫ লক্ষ ছাড়াতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement