প্রতীকী চিত্র।
আগামী বছরের দশম এবং দ্বাদশের পরীক্ষার জন্য আগেই সম্ভাব্য সূচি প্রকাশ করেছিল সেন্টাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। পরীক্ষা শুরুর ১১০ দিন আগেই ঘোষণা করা হল দিনক্ষণ। বৃহস্পতিবার সন্ধ্যায় বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হল পরীক্ষার চূড়ান্ত সূচি।
চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষ দিকে প্রকাশিত হয় সিবিএসই-র দশম ও দ্বাদশের পরীক্ষার সম্ভাব্য সূচি। জানানো হয়েছিল পরের বছর ১৭ ফেব্রুয়ারি শুরু হবে দুই শ্রেণির চূড়ান্ত পরীক্ষা। দশম শ্রেণির পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ৯ মার্চ। কিন্তু নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ১০ মার্চ। তবে দ্বাদশের পরীক্ষার সম্ভাব্য এবং চূড়ান্ত সূচির মধ্যে কোনও ফারাক দেখা যায়নি। দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হবে ৯ এপ্রিল-এই। উল্লেখ্য, তবে দু'টি শ্রেণির ক্ষেত্রেই নির্ধারিত সময়সীমার মধ্যে কিছু বিষয়ের দিনও পরিবর্তন করা হয়েছে চূড়ান্ত সূচিতে। তরফে জানানো হয়েছে অধিকাংশ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। অন্য কিছু বিষয়ের পরীক্ষার আয়োজন করা হবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার পর্যন্ত।
উল্লেখ্য, আগামী বছর দেশ এবং বিদেশের ২৬টি জায়গার সিবিএসই অধীনস্থ স্কুলগুলির জন্য বোর্ড পরীক্ষার আয়োজন করা হবে। দশম এবং দ্বাদশের পরীক্ষায় প্রায় ৪৫ লক্ষ পড়ুয়া এ বারের পরীক্ষা দেবে বলে জানা গেছে। দু’টি শ্রেণি মিলিয়ে মোট ২০৪টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে।
পরের বছর থেকে নতুন নিয়মও কার্যকর করতে চলেছে বোর্ড। দশম শ্রেণিতে দু’বার বোর্ড পরীক্ষার আয়োজন করবে সিবিএসই। দশমের প্রথম পর্বের পরীক্ষা ১০ মার্চ শেষ হওয়ার পর দ্বিতীয় পর্বের পরীক্ষা শুরু হবে ১৫ মে থেকে। যারা প্রথম পর্বে পরীক্ষা দিয়ে সন্তুষ্ট হবে না, তারা এই দ্বিতীয় পর্বের পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা শেষের পর ১০ দিন পর উত্তরপত্র মূল্যায়ন করা হবে। যা দু’দিনের মধ্যেই শেষ করতে হবে।