JU Admission 2025

গণজ্ঞাপনে পিজি ডিপ্লোমা করবেন! যাদবপুরে শুরু ভর্তি প্রক্রিয়া, আবেদন কী ভাবে?

বিশ্ববিদ্যালয়ের অ্যাডাল্ট কন্টিনিউয়িং এডুকেশন অ্যান্ড এক্সটেনশন বিভাগের তরফে কোর্সটি পড়ানো হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৮:৪৫
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

গণজ্ঞাপন নিয়ে দীর্ঘমেয়াদি কোর্স করার সুযোগ না থাকলে স্বল্প সময়ের মধ্যেই এই বিষয়ে খুঁটিনাটি জানার সুযোগ রয়েছে। এ জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে করানো হবে পোস্ট গ্র্যাজুয়েট (পিজি) ডিপ্লোমা কোর্স। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে এই কোর্স পড়ানো হবে। আগ্রহীরা এ জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের অ্যাডাল্ট কন্টিনিউয়িং এডুকেশন অ্যান্ড এক্সটেনশন বিভাগের তরফে কোর্সটি পড়ানো হবে। পিজি ডিপ্লোমা এই কোর্সের মেয়াদ এক বছর। প্রতিদিন বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে কোর্সের ক্লাস। কোর্স ফি-র পরিমাণ ২০,০০০ টাকা।

কোর্সে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। চলতি বছরে যাঁরা চূড়ান্ত বর্ষ বা সেমেস্টারের পরীক্ষা দিচ্ছেন, তাঁরাও এই কোর্সে আবেদন করতে পারবেন।

Advertisement

সংশ্লিষ্ট কোর্সে লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে যোগ্য পড়ুয়াদের বেছে নেওয়া হবে। পরীক্ষার প্রশ্ন হবে এমসিকিউ ধরনের। যাদবপুরের মূল ক্যাম্পাসে আগামী ১৩ ডিসেম্বর পরীক্ষার আয়োজন করা হবে।

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement