নিপকো। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থায় প্রশিক্ষণ গ্রহণের সুযোগ। নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড (নিপকো)-এ কর্মী নিয়োগ করা হবে। দেশের বিভিন্ন প্রান্তে সংস্থার প্রয়োজন অনুযায়ী নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে। প্রার্থীদের থেকে এ জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
সংস্থার তরফে নিয়োগ হবে এক্জ়িকিউটিভ ট্রেনি বা শিক্ষানবিশ পদে। শূন্যপদ ৩০টি। সংস্থার ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল, সিভিল এবং আইটি বিভাগে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। ই-২ গ্রেডের এই পদগুলিতে নিযুক্তদের প্রশিক্ষণ চলবে এক বছর ধরে। প্রশিক্ষণ যথাযথ ভাবে শেষ করতে পারলে তাঁদের ই-৩ গ্রেডে পদোন্নতি হবে।
সমস্ত পদে অনূর্ধ্ব ৩০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য ছাড় দেওয়া হবে। তাঁদের বেতনক্রম হবে মাসে ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা। এ ছাড়া দেওয়া হবে অতিরিক্ত ভাতাও।
আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয়ে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তীর্ণ হতে হবে। থাকতে হবে চলতি গেট উত্তীর্ণ হওয়ার যোগ্যতাও।
সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে প্রার্থীদের। সংরক্ষিত শ্রেণিভুক্ত না হলে আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ৫৬০ টাকা। আগামী ১৭ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর প্রার্থীদের গেট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।