প্রতীকী চিত্র।
ঝাড়গ্রাম জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগ করা হবে। রয়েছে একাধিক শূন্যপদ। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। প্রার্থীরা এ জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন।
জেলার আয়ুষ মিশন এবং জাতীয় স্বাস্থ্য মিশনের জন্য কর্মী নিয়োগ করা হবে। পদমর্যাদাগুলি হল— স্পেশালিটি মেডিক্যাল অফিসার (পেডিয়াট্রিশিয়ান), মেডিক্যাল অফিসার, ডেন্টাল সার্জন, ডেন্টাল টেকনিশিয়ান, সাইকোলজিস্ট, ফিজ়িয়োথেরাপিস্ট, অডিয়োলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, সোশ্যাল ওয়ার্কার, ল্যাব টেনিশিয়ান, আর্লি ইন্টারভেনশনিস্ট কাম স্পেশ্যাল এডুকেটর, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, স্টাফ নার্স, ডেন্টাল টেকনিশিয়ান, মেডিক্যাল অফিসার, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার, এলডিসি আয়ুষ এবং গ্রুপ ডি আয়ুষ পদে। শূন্যপদের সংখ্যা ২১।
পদ অনুযায়ী, আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বা ৬২ বছর। সংরক্ষিতদের জন্য রয়েছে ছাড়। পদের ভিত্তিতে নিযুক্তদের মাসিক বেতন ৮০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৭০,০০০ টাকা।
বিভিন্ন পদের জন্য যোগ্যতার মাপকাঠি ভিন্ন। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নানা পদে কর্মী নিয়োগ করা হবে।
এ জন্য প্রার্থীদের রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ৫০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০ টাকা জমা দিতে হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।