সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। ছবি: সংগৃহীত।
সদ্যই প্রকাশিত হয়েছে বিভিন্ন বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। পাশাপাশি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়েও নানা বিষয় নিয়ে স্নাতকের ভর্তি প্রক্রিয়া। সেই মতো সেন্ট জেভিয়ার্স কলেজের পার্ক স্ট্রিট এবং রাঘবপুর ক্যাম্পাসেও পড়ুয়াদের স্নাতকে ভর্তি নেওয়া হচ্ছে। এই মর্মে কলেজের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, কোর্সের জন্য সমগ্র আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে।
কলেজের দু’টি ক্যাম্পাসে বিএ, বিএসসি, বিকম, বিএমএস-এর মতো কোর্সে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা। স্নাতকস্তরে যে সমস্ত বিষয় নিয়ে পড়তে পারবেন পড়ুয়ারা, সেগুলি হল—ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা, বাংলা, ইতিহাস, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, রাশিবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, মাইক্রোবায়োলজি, মাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিয়োগ্রাফি, ডেটা সায়েন্স এবং বাণিজ্য। জাতীয় শিক্ষানীতি অনুসারে ইউজিসি নির্ধারিত নিয়ম মেনে স্নাতকের কোর্সগুলি চার বছরের হলেও তিন বছরের কোর্স ‘এক্সিট’ করার সুযোগ পাবেন তাঁরা।
স্নাতকের এই কোর্সগুলি ছাড়াও কলেজের পার্ক স্ট্রিট ক্যাম্পাসে একই সঙ্গে মাল্টিমিডিয়া এবং বায়োটেকনোলজি বিষয়ে ইন্টিগ্রেটেড এমএসসি কোর্সেও পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
কলেজে প্রতি বিষয়ে স্নাতকে ভর্তির আবেদন জানানোর জন্য আলাদা যোগ্যতামান ধার্য করা হয়েছে। বেশিরভাগ বিষয়ে পড়ুয়াদের দ্বাদশের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কোর্সে ভর্তি নেওয়া হলেও কিছু কোর্সে ভর্তির জন্য কলেজের প্রবেশিকা পরীক্ষায় প্রাপ্ত নম্বরও বিবেচনা করা হবে।
আগ্রহীরা এর জন্য কলেজের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। রাঘবপুর ক্যাম্পাসে সমস্ত কোর্সে ভর্তির জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ৩০০ টাকা। পার্ক স্ট্রিট ক্যাম্পাসে বিকম এবং অন্য বিষয়ে স্নাতকের জন্য যথাক্রমে ১,০০০ এবং ৭৫০ টাকা জমা দিতে হবে। তবে বিএমএস, মাস কমিউনিকেশনে বিএসসি এবং মাল্টিমিডিয়ায় এমএসসি-র জন্য নির্ধারিত আবেদনমূল্য ১,৫০০ টাকা। আগামী ৩১ মে আবেদনের শেষ দিন। এই বিষয়ে বিস্তারিত জানতে পড়ুয়াদের কলেজের ওয়েবসাইট দেখে নিতে হবে।