UBKV Admission 2025

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকের সুযোগ, কোন কোন বিষয় পড়া যাবে?

আগ্রহীদের এর জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ১৭:৩৪
Share:

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

উচ্চ মাধ্যমিকের পর কোন বিষয় নিয়ে পড়া যায়, তা নিয়ে অনেকেরই দুশ্চিন্তা থাকে। যদি পছন্দের বিষয় কৃষিবিদ্যা (এগ্রিকালচার) বা উদ্যানপালন (হর্টিকালচার) হয়, তা হলে খোঁজ নিতে পারেন কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে। সেখানে শুরু হয়েছে স্নাতকের ভর্তি প্রক্রিয়া। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। যা শুরু হবে আগামী ২১ মে থেকে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার এবং হর্টিকালচার বিষয় নিয়ে বিএসসি অনার্স কোর্সে ভর্তির পাবেন পড়ুয়ারা। পুন্ডিবাড়িতে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ছাড়াও দক্ষিণ দিনাজপুরের মাঝিয়ানে বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজ অফ এগ্রিকালচারেও সংশ্লিষ্ট কোর্সগুলি করার পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। কোর্সের মেয়াদ এক বছর।

বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এগ্রিকালচার এবং হর্টিকালচারে স্নাতক স্তরে আসনসংখ্যা যথাক্রমে ৭৯ এবং ৩৯। অন্য দিকে, কলেজ অফ এগ্রিকালচারেও ৩৯টি আসনে এগ্রিকালচার নিয়ে স্নাতকে ভর্তি নেওয়া হবে পড়ুয়াদের।

Advertisement

দু’টি কোর্সে ভর্তির জন্যই পড়ুয়াদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক (প্রথাগত বা বৃত্তিমূলক)-এ ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। উচ্চ মাধ্যমিকে মোট প্রাপ্ত নম্বরের পাশাপাশি পদার্থবিদ্যা, রসায়ন এবং বায়োলজি/ এগ্রিকালচার/ হর্টিকালচারেও ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। নম্বরের ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তরা। তবে যাঁরা ২০২৪ এবং ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ, শুধু মাত্র তাঁরাই এই কোর্সগুলিতে ভর্তির আবেদন করতে পারবেন।

আগ্রহীদের এর জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১০ জুন আবেদনের শেষ দিন। এর পর পড়ুয়াদের মেধার ভিত্তিতে কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে কোর্সগুলিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। মেধাতালিকা প্রকাশ করা হবে ১৬ জুন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement