যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
বইয়ের দুনিয়ায় হারিয়ে গেলে মন ভাল থাকে? মনে হয়, যদি গ্রন্থাগারই কর্মস্থল হত? তা হলে পড়তে পারেন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয় নিয়ে। খোঁজ নিতে পারেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে-এ। সম্প্রতি সেখানে শুরু হয়েছে স্নাতক স্তরের কোর্স (বিএলআইএসসি)-এর ভর্তি প্রক্রিয়া। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। জানানো হয়েছে, এর জন্য সমগ্র আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে।
বিশ্ববিদ্যালয়ের বিএলআইএসসি কোর্সে ২০২৫-’২৬ শিক্ষাবর্ষের জন্য পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। কোর্সে আবেদনের জন্য পড়ুয়াদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক (অনার্স বা মেজর)-এ ৫০ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি দ্বাদশের পরীক্ষাতেও উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা জরুরি। এ ছাড়াও অন্য শিক্ষাগত যোগ্যতার অন্য মাপকাঠির কথা উল্লেখ করা হয়েছে।
আবেদনকারীদের মেধার ভিত্তিতে সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেওয়া হবে। এর জন্য তাঁদের দ্বাদশের পরীক্ষা, স্নাতক এবং স্নাতকোত্তরে প্রাপ্ত নম্বরের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এ ছাড়া লাইব্রেরি সায়েন্সে অন্য কোনও সার্টিফিকেট কোর্স করা থাকলে, সেই কোর্সে প্রাপ্ত নম্বরও যাচাই করা হবে।
আগ্রহীদের এর জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৩১ মে আবেদনের শেষ দিন। এই বিষয়ে আরও জানতে পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।