NSOU Admission 2025

স্পেশাল এডুকেশনে স্নাতকোত্তর করবেন? রাজ্যের এনএসওইউতে শুরু ভর্তি প্রক্রিয়া

বিশ্ববিদ্যালয়ের স্পেশাল এডুকেশনে স্নাতকোত্তর (এমএড)-এর কোর্সটি দু’বছর ছ’মাসের। যা পাঁচটি সেমেস্টারে বিভক্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১৮:২৮
Share:

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)। সংগৃহীত ছবি।

স্পেশাল এডুকেশনে স্নাতকের পর স্নাতকোত্তর করতে চান? নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)-এ শুরু হয়েছে এমএড স্পেশাল এডুকেশনের ভর্তি প্রক্রিয়া। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, চলতি শিক্ষাবর্ষের জন্য এই কোর্সের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এর জন্য পড়ুয়ারা অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের স্পেশাল এডুকেশনে স্নাতকোত্তর (এমএড)-এর কোর্সটি দু’বছর ছ’মাসের। যা পাঁচটি সেমেস্টারে বিভক্ত। পড়ানো হবে অনলাইন এবং দূরশিক্ষা মাধ্যম (ওডিএল)-এ। কোর্সটি নয়াদিল্লির রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (আরসিআই) দ্বারা স্বীকৃত। প্রতিবন্ধকতার যে বিষয়গুলিতে স্পেশালাইজ়েশন করা যাবে, সেগুলি হল, ইন্টেলেকচুয়াল অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিজেবিলিটিস (আইডিডি), হিয়ারিং ইমপেয়ারমেন্ট (এইচআই) এবং ভিস্যুয়াল ইমপেয়ারমেন্ট (ভিআই)।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেন্টার এই কোর্স আয়োজনের দায়িত্বে থাকবে। সব মিলিয়ে মোট আসনসংখ্যা ৬০। কোর্স ফি-র পরিমাণ ৮৫,০০০ টাকা।

Advertisement

কোর্সে আবেদন জানানোর জন্য প্রয়োজনীয় যোগ্যতার বিষয়ে বিস্তারিত জানানো আছে মূল বিজ্ঞপ্তিতে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে প্রাথমিক বাছাইয়ের পর কাউন্সেলিয়ের মাধ্যমে কোর্সে ভর্তি নেওয়া হবে। রাজ্যের কল্যাণীর এনএসওইউ স্টাডি সেন্টার থেকেই সমস্ত বিষয়ে স্নাতকোত্তর করা যাবে।

আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে নির্ধারিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ দিতে হবে ৫০০ টাকা। আগামী ৮ জুন আবেদনের শেষ দিন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করা হবে ১৮ জুন। এই বিষয়ে আগ্রহীরা বিস্তারিত জানতে পারবেন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement