KGEC Recruitment 2025

কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে গবেষণা কাজের সুযোগ, অর্থ জোগাবে রাজ্য সরকার

নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ২১, ০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১৮:০৬
Share:

কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। সংগৃহীত ছবি।

নদিয়ার কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ইঞ্জিনিয়ারিংয়ে গবেষণাধর্মী কাজের সুযোগ। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের তরফে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, কলেজের গবেষণা প্রকল্পটি রাজ্য সরকারের অর্থপুষ্ট। এর জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাঁদের আগে থেকে আবেদন করতে হবে না।

Advertisement

কলেজের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণার কাজ সম্পন্ন হবে। প্রকল্পটির নাম— ‘ডেভেলপমেন্ট অফ কস্ট এফেক্টিভ, এফিশিয়েন্ট অ্যান্ড কমপ্যাক্ট এসপিভি সিস্টেম ফর রুরাল অ্যাপ্লিকেশন’। প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি (ডব্লিউবিডিএসটিবিটি)।

প্রকল্পে সিনিয়র রিসার্চ ফেলো (এসআরএফ) নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক মাস।

Advertisement

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩২ বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ২১, ০০০ টাকা।

আবেদনকারীদের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক অথবা এমই/ এমটেক-এ ফার্স্ট ক্লাস নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি পাওয়ার ইলেক্ট্রনিক্স বা সোলার পাওয়ার নিয়ে গবেষণা বা কাজের অভিজ্ঞতা থাকাও জরুরি।

আগামী ২১ মে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগে সকাল সাড়ে ১১টা থেকে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্য নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য কলেজের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement