প্রতীকী চিত্র।
এক ঘণ্টা আগে প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র দ্বাদশ শ্রেণির ফলাফল। এ বার ঘোষণা করা হল এ বছরের দশম শ্রেণির পরীক্ষার ফল। পরীক্ষা শেষের ৫৬ দিনের মাথায় ফল ঘোষণা করল বোর্ড। এ বছর পাশের হার ৯৩.৬৬ শতাংশ। যা গত বছর ছিল ৯৩.৬০ শতাংশ । অর্থাৎ এ বছর পাশের হার বেড়েছে .০৬ শতাংশ । এর মধ্যে মেয়েদের পাশের হার ৯৫ শতাংশ, ছেলেদের পাশের হার ৯২.৬৩ শতাংশ এবং রূপান্তরকামীদের পাশের হার ৯৫ শতাংশ । অর্থাৎ, সার্বিক পাশের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে ২.৩৭ শতাংশ।
চলতি বছর মোট ২৩ লক্ষ ৮৫ হাজার ০৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিল। এর পর মোট ২৩ লক্ষ ৭১ হাজার ৯৩৯ জন পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে পাশ করেছে ২২ লক্ষ ২১ হাজার ৬৩৬ জন। পাশের হারের নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে তিরুঅনন্তপুরম। পাশের হার ৯৯.৭৯ শতাংশ। পাশের হারের নিরিখে পশ্চিমবঙ্গের শতকরা হার ৯৪.৯৩ শতাংশ।
পরীক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট cbseresults.nic.in এবং results.cbse.nic.in -এ গিয়ে তাঁদের রেজ়াল্ট দেখতে পারবেন। এ ছাড়াও ফল দেখা যাবে ডিজিলকার এবং উমাঙ্গ অ্যাপের মাধ্যমে।
টুইট হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা। ছবি: সংগৃহীত।
পরীক্ষার্থীদের প্রথমে সিবিএসই-র ওয়েবসাইট cbseresults.nic.in বা results.cbse.nic.in-এ যেতে হবে। এর পর ‘হোমপেজ’ থেকে রেজ়াল্ট লেখা লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে নিজেদের রোল নম্বর, স্কুল নম্বর এবং অ্যাডমিট কার্ড আইডি লিখে ক্লিক করলে রেজ়াল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। এর পর সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে তাঁদের। প্রসঙ্গত, এ বছর ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল সিবিএসই-র দশমের পরীক্ষা, যা শেষ হয় ১৮ মার্চ। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ৭,৮৩৭। মোট ২৬, ৬৭৫টি স্কুলের পড়ুয়া এ বার সিবিএসই-র দশমের পরীক্ষা দিয়েছিল।