Admission in St. Xavier’s University

বিটেক, এমটেক-সহ একাধিক কোর্স শুরু হচ্ছে সেন্ট জেভিয়ার্স-এ! চালু হবে নার্সিংএবং মেডিক্যাল কলেজও

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জন ফেলিক্স রাজ জানিয়েছেন, ২০২৬-এর শিক্ষাবর্ষ থেকে শুরু হতে চলেছে ব্যাচেলর অফ টেকনোলজি কোর্স। পাশাপাশি সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় দ্রুত চালু করতে চলেছে নার্সিং স্কুল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৭:০৬
Share:

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

রাজারহাটের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে একাধিক কোর্স। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে সাংবাদিক বৈঠক করে কোর্সের বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জন ফেলিক্স রাজ জানিয়েছেন, ২০২৬-এর শিক্ষাবর্ষ থেকে শুরু হতে চলেছে ব্যাচেলর অফ টেকনোলজি কোর্স। এ ছাড়াও মাস্টার অফ টেকনোলজি, ইন্ট্রিগ্রেটেড এমবিএ, ইন্ট্রিগ্রেটেড বিএড, এগ্‌জ়িকিউটিভ এমবিএ এবং হসপিটাল ম্যানেজমেন্ট পড়ার সুযোগ তৈরি হবে বিশ্ববিদ্যালয়ে।

পাশাপাশি সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় দ্রুত চালু করতে চলেছে নার্সিং স্কুল। তার পর মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ১০ একর জমি চাওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তবে, তার উত্তর এখনও আসেনি বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।

Advertisement

প্রতিষ্ঠানের ওয়েবসাইটেই কোর্সগুলিতে ভর্তির সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। এ ছাড়াও সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, সপ্তম সমাবর্তন অনুষ্ঠানের দিনক্ষণ। ২০২৬-এর ২১ ফেব্রুয়ারি আয়োজিত হতে চলেছে অনুষ্ঠানটি। সেখানে বিশেষ সম্মানে ভূষিত করা হবে শশী তরুরকে। ডিলিট দেওয়া হবে তাঁকে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসও আমন্ত্রিত থাকবেন ওই অনুষ্ঠানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement