Madrasah 2026 Toppers list

প্রকাশিত হল ফাজিল তৃতীয় সেমেস্টারের ফল, প্রথমে দশের তালিকায় বাজিমাত করল কারা?

পাশের হারে এগিয়ে ছাত্রেরা (৯৬.০৬ শতাংশ) এবং ছাত্রীদের পাশের হার ৯০.০৯ শতাংশ।। মোট ৩,১২৩ জন ছাত্র এবং ২,৩৮১ জন ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যারা সকলের ২০২৬ সালের ফাজিল চতুর্থ সেমেস্টারের পরীক্ষা দিতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৬:২১
Share:

প্রথম দশে কারা? ছবি: সংগৃহীত।

পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ অধীনস্থ ফাজিল তৃতীয় সেমেস্টারের ফলঘোষণা হল বুধবার। সম্ভাব্য মেধাতালিকার প্রথম দশে রয়েছে ১৭ জনের নাম রয়েছে। তৃতীয় সেমেস্টারের পরীক্ষা দিয়েছিল ৫,৮৯৪ জন। তার মধ্যে ৩,২৫১ জন ছাত্র এবং ২,৬৪৩ জন ছাত্রী ছিল। পাশের হারে এগিয়ে ছাত্রেরা (৯৬.০৬ শতাংশ) এবং ছাত্রীদের পাশের হার ৯০.০৯ শতাংশ।। মোট ৩,১২৩ জন ছাত্র এবং ২,৩৮১ জন ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যারা সকলের ২০২৬ সালের ফাজিল চতুর্থ সেমেস্টারের পরীক্ষা দিতে পারবেন।

Advertisement

মেধাতালিকার প্রথম দশের তালিকা:

প্রথম স্থানে রয়েছে মুর্শিদাবাদের কামরান। তার প্রাপ্ত নম্বর ২২৪।

Advertisement

দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার রাইহান পিয়াদা এবং হুগলি জেলার মির্জা মহম্মদ আলাউদ্দিন। তাদের প্রাপ্ত নম্বর ২২২।

তৃতীয় স্থানেও রয়েছে দু’জন। হুগলি জেলার শেখ সহিম আলি এবং মুর্শিদাবাদের মুসেলিম। তাদের প্রাপ্ত নম্বর ২২১।

চতুর্থ স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনার মেহেদি হাসান মোল্লা। তার প্রাপ্ত নম্বর ২২০।

পঞ্চম স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনার ইফরান হুসেন। প্রাপ্ত নম্বর ২১৯।

ষষ্ঠ স্থানে রয়েছে দু’জন হুগলির ইমরান মণ্ডল ও তসনিম খান। তাদের প্রাপ্ত নম্বর ২১৮।

সপ্তম স্থানে রয়েছে, মুর্শিদাবাদের মহম্মদ খাদিমুল ইসলাম মণ্ডল। তার প্রাপ্ত নম্বর ২১৭।

অষ্টম স্থানে হুগলির আব্দুর রহিম খান। প্রাপ্ত নম্বর ২১৬।

নবম স্থানে হুগলির ছানুল্লা সর্দার ও ফিরোজ তরফদার। তাদের প্রাপ্ত নম্বর ২১৫।

দশম স্থানে রয়েছে মেয়েদের মধ্যে প্রথম আফরিন মণ্ডল। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর বাসিন্দা আফরিন পেয়েছে ২১৪ নম্বর। একই নম্বর পেয়ে আরও দু’জন রয়েছে এই স্থানে হুগলির নুর হুসেন মল্লিক এবং শেখ আসিফুল ইসলাম।

উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল তৃতীয় সেমেস্টারের পরীক্ষাও হয়েছে ওএমআর শিট-এ। শতাংশের হারে প্রথম স্থানে জলপাইগুড়ি ও কোচবিহার (১০০ শতাংশ), দ্বিতীয় স্থানে হুগলি (৯৭.৭২ শতাংশ) এবং তৃতীয় স্থানে বাঁকুড়ার (৯৬.৬৭ শতাংশ) নাম রয়েছে। এর পর বাকি রয়েছে চতুর্থ তথা চূড়ান্ত সেমেস্টার। পর্ষদের তরফে জানানো হয়েছে, ২০২৬-এর ২৯ জানুয়ারি শুরু হবে ফাজিল চতুর্থ সেমেস্টারের পরীক্ষা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement