প্রতীকী ছবি।
প্রকাশিত হল ২০২৫-এর উচ্চ মাধ্যমিকের ফলাফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ৫০ দিনের মাথায় ফল প্রকাশ করা হল। ইতি পড়ল বার্ষিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থায়। ২০২৬ থেকে সেমেস্টার পদ্ধতিতে বছরে দু’বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। এ বছর উচ্চ মাধ্যমিকের প্রথম দশের মেধাতালিকায় মোট ৭২ জন রয়েছেন।
প্রথম তিন জনের বিষয়ভিত্তিক নম্বর:
প্রথম রূপায়ণ পাল।
প্রথম হয়েছেন বর্ধমানের সিএমএস হাই স্কুলের ছাত্র রূপায়ণ পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭। শতাংশের নিরিখে ৯৯.০৪। রূপায়ণ বাংলায় ৯৮, ইংরেজিতে ৯৭, গণিতে ১০০, রসায়নে ১০০, পদার্থবিদ্যায় ১০০ এবং জীববিদ্যায় ৯৯ নম্বর পেয়েছেন।
তুষার দেবনাথ।
দ্বিতীয় হয়েছেন কোচবিহারের বক্সিরহাট হাই স্কুলের ছাত্র তুষার দেবনাথ। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। শতকরা হার ৯৯.২। তিনি বাংলায় ৯৭, ইংরেজিতে ৯৯, গণিতে ১০০, রসায়নে ১০০, পদার্থবিদ্যায় ১০০ এবং জীববিদ্যায় ৯৭ নম্বর পেয়েছেন।
রাজর্ষি অধিকারী।
তৃতীয় স্থানে রয়েছেন রাজর্ষি অধিকারী। তিনি আরামবাগ হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫। শতাংশের নিরিখে ৯৯ শতাংশ। বাংলায় ৯৩, ইংরেজিতে ৯৬, গণিতে ১০০, রসায়নে ১০০, পদার্থবিদ্যায় ১০০ এবং জীববিদ্যায় ৯৯ পেয়েছেন। রূপায়ণ ও রাজর্ষির ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন। আর তুষারের ইচ্ছা বিজ্ঞানী হওয়ার।
চলতি বছরে ৩ মার্চ থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ১৮ মার্চ। এই বছর উচ্চ মাধ্যমিকে নাম নথিভুক্ত করেছিলেন ৪ লক্ষ ৮২ হাজার ৯৪৮ জন। পরীক্ষা দিয়েছেন ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন। উত্তীর্ণ হয়েছেন ৪ লক্ষ ৩০ হাজার ২৮৬ জন। পাশের হার ৯০.৭৯ শতাংশ। মোট ৬২টি বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছিল। মেধাতালিকায় প্রথম দশে মোট ৭২ জন পরীক্ষার্থী স্থান পেয়েছেন। চলতি বছর থেকে মার্কশিটে কিউআর কোড ও পার্সেন্টাইল দু’টোই রাখা হচ্ছে।