প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
জীববিজ্ঞান (লাইফসায়েন্স) অথবা এই বিষয় সংক্রান্ত যে কোনও বিষয় নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করার পর ‘মলিকুলার ডায়াগনস্টিকস’ বিষয়ে সার্টিফিকেট কোর্স করে নেওয়া যেতে পারে। সেই সুযোগ দিচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ‘মলিকুলার ডায়াগনস্টিকস’ বিষয়ের উপর ট্রেনিং কোর্স শুরু করতে চলেছে তারা। ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
ছ’সপ্তাহের কোর্স এটি। পড়ার সুযোগ পাবেন ১০ জন। বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস’-র তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। ডিএনএ, আরএনএ, পিসিআর-সহ ‘মলিকুলার ডায়াগনস্টিকস’-র খুঁটিনাটি পড়ানো হবে এই ট্রেনিং কোর্সে। স্নাতকের শেষ স্তরে পড়াশোনা করছেন, অথবা স্নাতক শেষ করেছেন এমন ব্যাক্তিরাই আবেদন করতে পারবেন। আগ্রহীদের একটি বিবৃতি দিতে হবে, লিখতে হবে কেন তাঁরা এই বিষয় পড়তে চাইছেন, পরবর্তীতে এই বিষয়ে কী ভাবে পেশা নির্বাচন করতে চান। বিজ্ঞপ্তিতে দেওয়া ই-মেল আইডিতে তা পাঠিয়ে দিতে হবে। ভর্তি হওয়ার সুযোগ পেলে তাঁদের ১২ হাজার টাকা কোর্সমূল্য জমা করতে হবে। জুলাইয়ের প্রথম সপ্তাহে ক্লাস শুরু হবে।
আবেদনের জন্য প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (presiuniv.ac.in) থেকে বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী স্টেটমেন্ট এবং জীবনপঞ্জি (সিভি) মেল করে জমা দিতে হবে আবেদনপত্র। ২২ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তি থেকেই জানতে পারবেন আগ্রহীরা।