CU UG Admission 2025

স্নাতক স্তরে হোম সায়েন্স নিয়ে পড়ার সুযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, আসন সংখ্যা কত?

ফুড অ্যান্ড নিউট্রিশন এবং হিউম্যান ডেভেলপমেন্টে চার বছরের ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) অনার্স এবং অনার্স উইথ রিসার্চ পড়ানো হবে। এ ছাড়াও মিউজ়িক নিয়েও পড়ার সুযোগ রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১৫:০৭
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

২০২২ থেকে ২০২৫-এর মধ্যে উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের জন্য স্নাতকস্তরে ভর্তি শুরু হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোম সায়েন্স বিভাগে স্নাতক স্তরের পড়াশোনা করার সুযোগ পাবেন তাঁরা। এই বিভাগে এ বার ফুড অ্যান্ড নিউট্রিশন এবং হিউম্যান ডেভেলপমেন্ট-এ চার বছরের ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) অনার্স এবং অনার্স উইদ রিসার্চ পড়ানো হবে। এ ছাড়াও রয়েছে মিউজ়িক নিয়েও পড়ার সুযোগ। প্রতিষ্ঠানের হোম সায়েন্স বিভাগ এবং পারফরমিং আর্টস এবং মিউজ়িক বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।

Advertisement

উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ পড়ুয়ারা উল্লিখিত বিষয়গুলিতে স্নাতক স্তরে পড়ার সুযোগ পাবেন। তাঁদের ২০২২ থেকে ২০২৫-এর মধ্যে দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। তবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল অ্যান্ড ট্রেনিং বা সমতুল প্রতিষ্ঠান থেকে দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীরাই উল্লিখিত বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবেন না।

ফুড অ্যান্ড নিউট্রিশনের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের রসায়নে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। আসন সংখ্যা ৭৭। হোম ম্যানেজমেন্ট নিয়ে যে সমস্ত পড়ুয়া দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন, তাঁরাই হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতক স্তরে ভর্তির সুযোগ পাবেন। আসন সংখ্যা ৭১।

Advertisement

এ ছাড়াও চার বছরের মিউজ়িক নিয়ে পড়ার সুযোগও রয়েছে। এই বিভাগে আসন সংখ্যা ১১৭টি। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া প্রয়োজন। ৩০ জুন পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement