UGC NET

ইউজিসি নেট দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত, প্রকাশ পেয়েছে তৃতীয় পর্যায়ের পরীক্ষার দিনক্ষণও

প্রতি বছর নেট পরীক্ষাটি এনটিএ আয়োজন করে। মোট ৬৪ টি বিষয়ে এই পরীক্ষা নেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ ১৫:১৫
Share:

ইউজিসি নেট সংগৃহীত ছবি

ইউজিসি নেট ডিসেম্বর ২০২১ ও জুন ২০২২-এর সম্মিলিত পরীক্ষাটি আগামী ২০ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হবে। প্রতি বছর নেট পরীক্ষাটি এনটিএ আয়োজন করে। এই বছরের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষাটি ২০ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়োজিত হবে। মোট ৬৪ টি বিষয়ে এই পরীক্ষা নেওয়া হবে।পরীক্ষার্থীরা এই পরীক্ষার অ্যাডমিট কার্ড ইউজিসি নেট-এর সরকারি ওয়েবসাইট -https://ugcnet.nta.nic.in/ থেকে ডাউনলোড করে নিতে পারেন।

Advertisement

পরীক্ষার্থীরা কী ভাবে তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?

১. প্রথমেই ইউজিসি নেট-এর সরকারি ওয়েবসাইট -https://ugcnet.nta.nic.in/ এ যেতে হবে।

Advertisement

২ এর পর হোমপেজে 'ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ইউজিসি নেট ডিসেম্বর ২০২১ এবং জুন ২০২২ (মার্জড সাইকেল)' লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৩. এ বার লগইন ডিটেলস যেমন অ্যাপ্লিকেশন নম্বর, জন্ম তারিখ, সিকিউরিটি পিন দিতে হবে এবং সাবমিট-এ ক্লিক করতে হবে।

৪. এ বার ইউজিসি নেট দ্বিতীয় পর্যায়ের অ্যাডমিট কার্ডটি স্ক্রিনে দেখাবে। সেটি পরীক্ষার্থীরা ডাউনলোড করে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

পরীক্ষার সময়সূচি-

আরব সংস্কৃতি এবং ইসলামিক স্টাডিস - ২০ সেপ্টেম্বর

আরবি ভাষা- ২০ সেপ্টেম্বর

বৌদ্ধ;জৈন;গান্ধী এবং পিস স্টাডিস - ২০ সেপ্টেম্বর

তুলনামূলক সাহিত্য- ২০ সেপ্টেম্বর

তুলনামূলক ধর্ম -২০ সেপ্টেম্বর

ভাষাতত্ত্ব -২১ সেপ্টেম্বর

মনিপুরী-২১ সেপ্টেম্বর

গুজরাটি-২১ সেপ্টেম্বর

কাশ্মীরি-২১ সেপ্টেম্বর

মিউসিওলজি ও সংরক্ষণ- ২২ সেপ্টেম্বর

সাঁওতালি -২২ সেপ্টেম্বর

আদিবাসী ও আঞ্চলিক ভাষা ও সাহিত্য- ২২ সেপ্টেম্বর

মানববিদ্যা- ২২ সেপ্টেম্বর

অন্যান্য পরীক্ষার বিস্তারিত দিনক্ষণ দেখা যাবে ইউজিসি নেট-এর সরকারি ওয়েবসাইট -https://ugcnet.nta.nic.in/-এ।ইউজিসি পরীক্ষা কেন্দ্রের শহর সম্পর্কিত সঙ্কেতও প্রকাশ করেছে।

পরীক্ষার্থীরা কী ভাবে সেটি ডাউনলোড করবেন?

১. প্রথমে ইউজিসির সরকারি ওয়েবসাইটে https://ugcnet.nta.nic.in/-এ যেতে হবে।

২. এর পর হোমপেজে ' অ্যাডভান্স সিটি ইন্টিমেশন স্লিপ ফেস ২' লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৩. এ বার লগইন ডিটেলস, যেমন অ্যাপ্লিকেশন নম্বর, জন্ম তারিখ, সিকিউরিটি পিন দিতে হবে এবং সাবমিট-এ ক্লিক করতে হবে।

৪. এ বার স্ক্রিনে 'ইউজিসি নেট ফেস ২ এক্সাম সিটি স্লিপ ২০২২' টি দেখা যাবে।

৫. এই স্লিপটি পরীক্ষার্থীরা ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

পরীক্ষার্থীরা এই পরীক্ষাটি অনলাইন মাধ্যমেই দেবেন।

এনটিএ শুক্রবার ইউজিসি নেট ডিসেম্বর ২০২১ ও জুন ২০২২-এর সম্মিলিত পরীক্ষার তৃতীয় পর্যায়ের দিনক্ষণ প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা ইউজিসির সরকারি ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার বিস্তারিত সময়সূচি পেয়ে যাবেন।তৃতীয় পর্যায়ের পরীক্ষাটি ২৩ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি

২৩ সেপ্টেম্বর -অসমীয়া, বাংলা, বোরো, হিন্দি

২৯ সেপ্টেম্বর- বাণিজ্য, ইলেকট্রনিক সাইন্স, ভিজ্যুয়াল আর্ট

৩০ সেপ্টেম্বর- পরিবেশ বিজ্ঞান, হিন্দি, ম্যানেজমেন্ট

১ অক্টোবর- কানাড়া, মালায়ালম, মারাঠি, পাঞ্জাবি, সোশ্যাল ওয়ার্ক,সমাজবিদ্যা, উর্দু

৮ অক্টোবর- কম্পিউটার সাইন্স ও অ্যাপ্লিকেশন, অর্থনীতি/গ্রামীণ অর্থনীতি/ সহায়তা/ জনসংখ্যা/ উন্নয়ন পরিকল্পনা/ ডেভেলপমেন্ট স্টাডিজ/ যে কোনও ম্যাট্রিক্স/ ফলিত অর্থনীতি/ উন্নয়ন অর্থনীতি/ ব্যবসায়িক অর্থনীতি

১০ অক্টোবর -ইতিহাস

১১ অক্টোবর- নৃতত্ত্ব, সঙ্গীত, রাষ্ট্রবিজ্ঞান, জনপ্রশাসন

১২ অক্টোবর- শিক্ষা, ভূগোল, উড়িয়া, তামিল

১৩ অক্টোবর-ইংলিশ

১৪ অক্টোবর- অ্যাডাল্ট এডুকেশন/কন্টিনিউইং এডুকেশন/ আন্দ্রোগগি/নন ফর্মাল এডুকেশন, ফরেনসিক বিজ্ঞান, আইন, মাস কমুনিকেশন ও জার্নালিজম,দর্শন, সংস্কৃত, পর্যটন প্রশাসন ও ব্যবস্থাপনা।

তৃতীয় পর্যায়ের পরীক্ষার অ্যাডমিট কার্ড খুব শীঘ্রই প্রকাশিত হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন