Study abroad for career growth

পড়াশোনা নয়! ভারতের ৯৭ শতাংশ পড়ুয়াই নাকি বিদেশ পাড়ি দিতে চান বিশেষ কারণে, বলছে রিপোর্ট

লন্ডন বিশ্ববিদ্যালয়ের সিটি সেন্ট জর্জেস-এর গবেষণায় আরও বলা হয়েছে, ৬০ শতাংশ ভারতীয় পড়ুয়ারা প্রযুক্তি নির্ভর পাঠক্রম বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৫:০১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিদেশে উচ্চশিক্ষার প্রতি ভারতীয় পড়ুয়াদের আগ্রহ কম নয়। তবে, সকলেই যে গবেষণানির্ভর বিষয়ে ডিগ্রি অর্জন করতে অন্য দেশে পাড়ি দিতে চান, তা কিন্তু নয়। পড়াশোনা শেষ করেই চাকরি পাওয়া যাবে, এমন বিষয়ই বেশিরভাগ পড়ুয়া বেছে নিচ্ছেন বা নিতে চান। লন্ডন বিশ্ববিদ্যালয়ের সিটি সেন্ট জর্জেস-এর পরিচালিত গবেষণায় উঠে এসে এমনই তথ্য।

Advertisement

‘আরলিংটন রিসার্চ’ নামক গবেষণা সংস্থা ৩,০০০-এর বেশি পড়ুয়া ও অভিভাবককে নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে সমীক্ষা করে। সমীক্ষায় প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে, ৯৭ শতাংশ পড়ুয়া চান এমন কোর্সে ভর্তি হতে, যেখানে চাকরি পাওয়ার জন্য বাস্তবসম্মত দক্ষতা অর্জন করা যায়। এ ক্ষেত্রে বিদেশের কোন শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ক্লাসরুমের বাইরের পঠনপাঠনে কতটা গুরুত্ব দেয়, তা-ও দেখে নিতে চাইছেন তাঁরা। হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয় কিনা, পড়াশোনা শেষে প্লেসমেন্ট-এর কতটা সুযোগ রয়েছে— সে সব খতিয়ে দেখেই ভর্তি হওয়ার জন্য আবেদন করেন ভারতীয় পড়ুয়ারা।

বর্তমানে কৃত্রিম মেধা, মেশিন লার্নিং বা প্রোগ্রামিং-এর মতো বিষয় নিয়ে পঠনপাঠনের পর চাকরি পাওয়ার পথ সহজে খুলে যায়, তাই প্রযুক্তি নির্ভর বিষয়ে উচ্চশিক্ষার লক্ষ্যে ভিন্‌দেশে পাড়ি দিয়েছেন অনেকেই। লন্ডন বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় দেখা গিয়েছে, ৬০ শতাংশ ব্যক্তি প্রযুক্তি নির্ভর পাঠক্রম বৃদ্ধির পক্ষেও সওয়াল করেছেন। কিছু পড়ুয়া আবার চেয়েছেন, চাকরির সম্ভাবনা রয়েছে, এমন বিষয়ের পড়াশোনায় প্রযুক্তির সংযোজন আরও বৃদ্ধি করা হোক।

Advertisement

সাম্প্রতিক সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, ২০২৫-এ আমেরিকায় ৩ লক্ষ ৬৩ হাজার এবং চিনে ২ লক্ষ ৬৫ হাজার ভারতীয় পড়ুয়া পড়াশোনা করছেন। সেই রিপোর্ট অনুযায়ী, বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট নির্ভর বিষয়ে উচ্চশিক্ষার জন্য আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে পছন্দের তালিকায় রাখছেন ভারতীয় পড়ুয়ারা।

চিনে ভারতীয় কনস্যুলেট জেনারেলের দেওয়া তথ্য অনুযায়ী, মূলত চিকিৎসাবিদ্যার বিষয়গুলি নিয়েই উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী ভারতীয় পড়ুয়ারা। এ ছাড়াও চিনা ভাষা ও সাহিত্য, কলা শাখার বিষয় নিয়ে গবেষণামূলক পঠনপাঠনের জন্য তাঁরা চিনকেই বেছে নেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement