ছবি: এআই।
কয়েক সেকেন্ডের মধ্যে হাজার শব্দের প্রবন্ধ লিখে ফেলা কৃত্রিম মেধার কাছে অতি সরল বিষয়। যে কোনও কঠিন বা সহজ প্রশ্নের উত্তর নিমিষের মধ্যে জানিয়ে দিচ্ছে প্রযুক্তি। তবে, পড়াশোনার জন্য এই বিশেষ প্রযুক্তিকে কতটা সচেতন ভাবে ব্যবহার করতে হবে, কী কী বিষয় মাথায় রাখতে হবে— এই সমস্ত বিষয়গুলি শেখাবে কে? দেশের তরুণ প্রজন্মকে বিশেষ করে পড়ুয়াদের কৃত্রিম মেধা ব্যবহারে সঠিক দিশা দেখাতে বিশেষ পদক্ষেপ করল কেন্দ্রীয় মন্ত্রক।
কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক-এর তরফে ‘ইন্ডিয়াএআই মিশন’ শীর্ষক বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে। তাতেই ‘যুব এআই ফর অল’-এর মাধ্যমে কৃত্রিম মেধা শিখতে আগ্রহীদের ক্লাস করানো হবে। দেশের আর্থ-সামাজিক পরিস্থিতির আবহে ওই প্রযুক্তি কী ভাবে ব্যবহার করা যেতে পারে, তার কার্যপদ্ধতি কেমন— এই সবই শিখতে পারবেন পড়ুয়ারা।
নিখরচায় পড়ুয়ারা অনলাইনেই জানতে পারবেন, কৃত্রিম মেধা আসলে কী, কী ভাবে তাকে সুরক্ষিত ভাবে ব্যবহার করা যাবে, এর ভবিষ্যৎ সম্ভাবনাগুলি কী কী। তবে, শুধু পড়ুয়াই নয়, দেশের যে কোনও নাগরিকের কাছে ইন্টারনেট পরিষেবা এবং নিজস্ব ফোন বা ল্যাপটপ থেকে এই বিষয়টি শিখে নিতে পারবেন।
যন্ত্রমেধার খুঁটিনাটি দিয়ে সাজানো এই বিশেষ পাঠ্যক্রমটি তৈরি করেছেন এআই বিশেষজ্ঞ জসপ্রীত বৃন্দ। মোট সাড়ে ৪ ঘণ্টার ক্লাস করতে হবে আগ্রহীদের। ক্লাস শেষ হওয়ার পর যোগদানকারীরা কেন্দ্রীয় মন্ত্রক স্বীকৃত শংসাপত্রও পাবেন। বিশেষজ্ঞ জানিয়েছেন, এই ক্লাসটি মূলত এআই-এর বিষয়ে মানুষের ভুল ধারণা ভাঙতে এবং প্রযুক্তি নির্ভর দক্ষতা বৃদ্ধি করতে সহযোগিতা করবে।