গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দশম এবং দ্বাদশের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে জানুয়ারি মাসে। সদ্যই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) ওই পরীক্ষার সময়সীমা ঘোষণা করেছে। একই সঙ্গে বোর্ডের তরফে এ-ও জানানো হয়েছে, স্কুলগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করে ফেলতে হবে। পরীক্ষা ১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে।
প্র্যাকটিক্যাল পরীক্ষার সঙ্গে প্রজেক্ট এবং ইন্টারনাল অ্যাসেসমেন্টও ওই সময়ের মধ্যে স্কুলগুলিকে সম্পূর্ণ করে ফেলতে হবে। দশমের ৮৩টি বিষয়ের মধ্যে ৩১টি এবং দ্বাদশের ১২১টি বিষয়ের মধ্যে ৭১টি বিষয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে।
ভাষা ও সাহিত্য, কলা শাখার বেশ কিছু বিষয়ে পরীক্ষক (এক্সটার্নাল এগজ়ামিনার) থাকছেন না। অন্য দিকে সঙ্গীত, নৃত্য, বিজ্ঞান, বাণিজ্য, কৃত্রিম মেধা নির্ভর বিষয়ের ক্ষেত্রে পরীক্ষক থাকছেন। প্রতিটি বিষয়ের পরীক্ষার মোট নম্বর ১০০, যার মধ্যে প্র্যাকটিক্যাল কিংবা প্রজেক্টের জন্য ৩০ থেকে ৭০ নম্বর পর্যন্ত বরাদ্দ থাকছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ হলে স্কুলগুলিকে একটি নির্দিষ্ট ফরম্যাটে সমস্ত নম্বর লিখে জমা দিতে হবে। তাতে পরীক্ষার্থীদের শ্রেণি, বিষয়ের নাম এবং কোড, থিয়োরি, প্র্যাকটিক্যাল, প্রজেক্ট এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট-এ প্রাপ্ত নম্বর, পরীক্ষক ছিলেন কি না, আলাদা করে প্র্যাকটিক্যালের খাতা দেওয়া হয়েছিল কি না এবং থিয়োরির জন্য কোন উত্তরপত্র দেওয়া হয়েছিল— এই সমস্ত তথ্য থাকা চাই।
নির্ভুল তথ্য না থাকার কারণে এর আগে নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া দেরি করে শেষ হয়েছিল। এতে পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে। সেই কারণেই বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে নম্বর জমা দেওয়ার খসড়া প্রকাশ করা হয়েছে।