UPSC

ইউপিএসসি নানাবিধ পরীক্ষা ও শূন্যপদ সংক্রান্ত তথ্যের জন্য নতুন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করল, জেনে নিন বিস্তারিত

ইউপিএসসি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে, তারা ইউপিএসসি এন্ড্রোইড অ্যাপ নামের একটি নতুন অ্যাপ্লিকেশন চালু করেছে। এই অ্যাপ্লিকেশনটি সবাই গুগল প্লে স্টোর থেকে নিজেদের ফোনে ডাউনলোড করতে পারবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৭
Share:

নতুন মোবাইল অ্যাপ্লিকেশন সংগৃহীত ছবি

ইউপিএসসি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে, তারা ইউপিএসসি এন্ড্রোইড অ্যাপ নামের একটি নতুন অ্যাপ্লিকেশন চালু করেছে। এই অ্যাপ্লিকেশনটি সবাই গুগল প্লে স্টোর থেকে নিজেদের ফোনে ডাউনলোড করতে পারবেন। এই নতুন অ্যাপ্লিকেশনের মাধ্যমে সমস্ত পরীক্ষা ও নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য চাকরিপ্রার্থীরা তাঁদের মোবাইল থেকেই জানতে পারবেন। যদিও এই অ্যাপের মাধ্যমে আবেদনপত্র পূরণ করা যাবে না। ইউপিপিএসসি-র সরকারি ওয়েবসাইটে গিয়েই আবেদনপত্র পূরণ করা যাবে।

Advertisement

অ্যাপটি কী ভাবে ডাউনলোড করবেন?

১. প্রথমেই গুগল প্লে স্টোর (play.google.com)-এ যেতে হবে।

Advertisement

২. এর পর ওখানে 'ইউপিএসসি- অফিসিয়াল অ্যাপ' বলে অ্যাপ্লিকেশনটি খুঁজুন।

৩. এ বার অ্যাপটি ইনস্টল করতে দিন ও শেষ হওয়া অবধি অপেক্ষা করুন।

৪. ইনস্টলেশন সম্পূর্ণ হলেই আপনি অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

এই অ্যাপটি চালু হওয়ায় পরীক্ষার্থীরা ইউপিএসসি-র পরীক্ষা ও চাকরি সম্পর্কিত সমস্ত তথ্য যথাসময়ে পেয়ে যাবেন। এই জন্য অ্যাপটি মাঝে মধ্যে খুলে নজর রাখতে হবে নতুন কোনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কি না, সে বিষয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন