বিকাশভবন অভিযান চাকরিপ্রার্থীদের। নিজস্ব চিত্র।
শূন্যপদ বৃদ্ধির দাবি নিয়ে ফের পথে স্কুল সার্ভিস কমিশন ২০২৫-এর নতুন চাকরিপ্রার্থীরা। বুধবার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন তাঁরা। বৃষ্টি উপেক্ষা করেই জড়ো হন করুণাময়ী মোড়ে। কিন্তু তাঁদের বিকাশ ভবনের দিকে এগোতে দেয়নি পুলিশ। একপ্রস্ত বচসার পর ছ’জন প্রতিনিধি গিয়ে দেখা করেন আধিকারিকদের সঙ্গে।
পরে প্রতিনিধি বেরিয়ে এসে জানান, স্মারকলিপি গ্রহণ করেছেন আধিকারিকরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাসও দিয়েছেন। নতুন চাকরিপ্রার্থীদের দাবি ২০১৬ সালের কর্মরত শিক্ষকদের অভিজ্ঞতার জন্য যে ১০ নম্বর দেয়া হচ্ছে তা বাতিল করতে হবে। একান্তই তা না করা হলে সেই নম্বর দিতে হবে ইন্টারভিউয়ের পরে। না হলে নতুন প্রার্থীদের সঙ্গে বৈষম্য করা হবে।
চাকরিপ্রার্থীদের দাবি, গত দশ বছরে কোনও নিয়োগের পরীক্ষা হয়নি। এত দিন অপেক্ষা করে থাকা পরীক্ষার্থীদের অনেকেরই বয়স বেড়ে গিয়েছে। অতিরিক্ত ১০ নম্বর দিয়ে যদি ‘যোগ্য’ চাকরিহারাদের অতিরিক্ত সুবিধা পাইয়ে দেওয়া হয়, তা হলে তাঁরা বঞ্চিত হবেন। তাই যে শূন্যপদের ঘোষণা করা হয়েছে শিক্ষা দফতরের তরফে, তা বৃদ্ধি করতে হবে। প্রায় ৩৫ হাজার আসন বৃদ্ধি দাবি করা হচ্ছে।
আন্দোলনকারী চাকরিপ্রার্থী পরমেশ্বর পাল বলেন, “নতুন চাকরিপ্রার্থীদের সঙ্গে সরকার বৈষম্যমূলক আচরণ করছে। অভিজ্ঞতার জন্য দশ নম্বর আগে থেকে দিয়ে দিলে অল্প সংখ্যক শূন্য আসনে আমাদের আর কোনও সুযোগ থাকবে না। তাই আমাদের এই প্রতিবাদ।”
গত ৭ এবং ১৪ সেপ্টেম্বর এসএসসি-র নবম-দশম ও একাদশ-দ্বাদশের পরীক্ষা হয়। নভেম্বরের প্রথম সপ্তাহে ফলাফল বেরবে বলে প্রাথমিক ভাবে জানানো হয়েছে। এর আগে একই দাবি নিয়ে এসএসসি অভিযান ও করে নতুন চাকরিপ্রার্থীরা।