Admission in Diploma Course 2025

সমাজসেবা-সহ আরও বিষয়ে ডিপ্লোমার সুযোগ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, আসন সংখ্যা কত?

বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর কন্টিনিউয়িং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন’ (সিসিএই)-এর তরফে একটি কোর্সের ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। তিনটি কোর্সই এক বছর মেয়াদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ১৮:১১
Share:

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

ডেটা অ্যানালিসিস-সহ অল্প সময়ের কোনও কোর্স করতে চাইলে খোঁজ নেওয়া যেতে পারে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। কারণ তিনটি বিষয়ে ডিপ্লোমা কোর্স করার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। সেই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর কন্টিনিউয়িং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন’ (সিসিএই)-এর তরফে একটি কোর্সের ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। তিনটি কোর্সই এক বছর মেয়াদের। প্রথম কোর্সটির নাম ‘ল্যাবরেটরি ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড ডেটা অ্যানালাইসিস’। এটি একটি ডিপ্লোমা প্রোগ্রাম। বিষয়টিতে ভর্তি হতে পারবেন ৪০ জন পড়ুয়া। ভর্তির জন্য বিজ্ঞানে স্নাতক হওয়া প্রয়োজন। কোর্স ফি ১২ হাজার টাকা। দ্বিতীয় কোর্সটির নাম এপিডেমিয়োলজি অ্যান্ড পাবলিক হেলথ। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জীবনবিজ্ঞান/ পুষ্টিবিদ্যায় বিএসসি ডিগ্রি থাকলে বা স্নাতকোত্তর পড়ছেন এমন শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবেন। মোট ৪০টি আসন সংখ্যা রয়েছে। সপ্তাহে ৩ দিন ২ ঘন্টা করে ক্লাস হবে। ৮ হাজার টাকা কোর্স মূল্য। তৃতীয় কোর্সটির নাম সোশ্যাল ওয়ার্ক। কোর্স মূল্য ৫৬০০ টাকা। আসন সংখ্যা ৫০টি। স্নাতক উত্তীর্ণেরা আবেদন করতে পারবেন।

কী ভাবে ভর্তির আবেদন করবেন?

Advertisement

প্রথমে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাওয়া প্রয়োজন। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের বরাদ্দ টাকা জমা দিতে হবে। এর পর আবেদনপত্র, টাকা জমা দেওয়ার নথি এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে বা মেল করলেও হবে। ৩১ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement