Admission in Vidyasagar University

কৃত্রিম মেধা–সহ একাধিক বিষয়ে ডিপ্লোমার সুযোগ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, কোর্স ফি কত?

কোর্সগুলিতে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ পদ্ধতি মেনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কন্টিনিউয়িং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন (সিসিএই)-এর তরফে সমস্ত কোর্স করানো হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৬:৩০
Share:

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কৃত্রিম মেধা-সহ একাধিক বিষয়ে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্সের সুযোগ দিচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহীরা অনলাইন বা অফলাইনেই কোর্সগুলিতে ভর্তির আবেদন জানাতে পারবেন।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কন্টিনিউয়িং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন (সিসিএই)-এর তরফে সমস্ত কোর্স করানো হবে। সাঁওতালি, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর অল: চ্যাট জিপিটি, ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লায়েড বায়োটেকনোলজি, আর্ট অ্যান্ড ক্রাফট এবং সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম অ্যান্ড সাইবার ল’ বিষয়ে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করা যাবে। সমস্ত কোর্সের মেয়াদ তিন মাস, ছ’মাস অথবা এক বছর। সপ্তাহে দুই থেকে চার দিন বিশ্ববিদ্যালয়ে ক্লাসের আয়োজন করা হবে। বিষয়ের উপর নির্ভর করে কোর্স ফি ধার্য করা হবে ৩০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১১,০০০ টাকা পর্যন্ত। কোর্সগুলিতে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ পদ্ধতি মেনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন কর‍তে হবে। পাশাপাশি জমা দিতে হবে আবেদনমূল্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement