Certificate Course after 10th

আর্ট অ্যান্ড ক্রাফ্‌ট-সহ বিভিন্ন বিষয়ে কোর্স করাবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, কারা আবেদন করতে পারবেন?

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ কন্টিনিউয়িং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন (সিসিএই)-এর তরফে দশম এবং দ্বাদশ উত্তীর্ণদের পাশাপাশি, স্নাতকদের জন্যেও কোর্স করানো হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২০
Share:

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

মাধ্যমিকের পর আর্ট অ্যান্ড ক্রাফ্‌ট নিয়ে পড়তে আগ্রহীদের বিশেষ কোর্স করার সুযোগ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ কন্টিনিউয়িং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন (সিসিএই)-এর তরফে তিন মাসের একটি সার্টিফিকেট কোর্স করানো হবে।

Advertisement

এ ছাড়াও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লায়েড বায়োটেকনোলজি, সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম অ্যান্ড সাইবার ল এবং স্নাতকদের জন্য আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স ফর অল: চ্যাট জিপিটি বিষয়ে কোর্স করানো হবে। এই কোর্সগুলি তিন মাস থেকে এক বছর পর্যন্ত চলবে।

এই কোর্সগুলি ক্লাস সপ্তাহে দু’দিন থেকে তিন দিন করে করানো হবে। ক্লাস করাবেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বাররা। কোর্স ফি হিসাবে জমা দিতে হবে ৩,০০০ টাকা থেকে ১১,০০০ টাকা। কোর্সটি করতে আগ্রহীদের ২০০ টাকা জমা দিয়ে একটি ফর্ম পূরণ করে আবেদন জানাতে হবে।

Advertisement

এ ক্ষেত্রে আগে এলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। ইমেল মারফত কিংবা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদন ৩ মার্চ পর্যন্ত গ্রহণ করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement