Study in veterinary pharmacy

ভেটেনারি ফার্মাসিস্ট হিসাবে ওষুধ ও পশুচিকিৎসা সরঞ্জাম বিক্রিই হতে পারে পেশা! কী ভাবে?

‘ভেটেনারি ফার্মাসি’ নিয়ে কী কী পাঠ্যক্রম রয়েছে এবং কাজের সুযোগ সুবিধা কেমন— তা নিয়েই রইল আলোচনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৭:৫৯
Share:

ভেটেনারি ফার্মাসিস্ট হওয়ার খুঁটিনাটি। ছবি: সংগৃহীত।

প্রিয় পোষ্যের অসুস্থতায় পশু চিকিৎসকের দ্বারস্থ হতে হয়। তাদের জন্য ওষুধপত্র বিক্রি হয় ‘ভেটেনারি ফার্মাসি’-তে। এ ধরনের দোকান খোলার জন্য প্রয়োজন হয় বিশেষ ডিপ্লোমার। ‘ভেটেনারি ফার্মাসি’ চালাতে গেলে কী ধরনের পড়াশোনা করা প্রয়োজন, কাজের সুযোগ মিলতে পারে কেমন, রইল তারই বিস্তারিত।

Advertisement

ভেটেনারি ফার্মাসিস্ট হওয়ার জন্য বেশ কিছু ডিগ্রি এবং ডিপ্লোমা করা যেতে পারে। পশুচিকিৎসা নিয়ে পড়াশোনার করেও এই পেশায় নিযুক্ত হওয়া যায়। তবে ভেটেনারি ফার্মাসি বিষয়ে দু’বছরের ডিপ্লোমা করেও কাজ শুরু করা যায়। তবে, শুধু ফার্মাসি পড়েও ভেটেনারি ফার্মাসিস্ট হওয়ার সুযোগ থাকে।

ভেটেনারি ফার্মাসি কোথায় পড়া যায়?

Advertisement

পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় (ডব্লুবিইউএএফএস) থেকে সংশ্লিষ্ট বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।

এ ছাড়াও, হরিয়ানার ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট, তামিলনাড়ুর ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি-সহ দেশের আরও প্রতিষ্ঠানে এই বিষয়ে পড়ানো হয়।

কোন যোগ্যতা প্রয়োজন?

ডিগ্রি কোর্স পড়তে চাইলে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান (রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান) বিষয়ে ন্যূনতম ষাট শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হয়। আর ডিপ্লোমার ক্ষেত্রে বিজ্ঞান (রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান) বিষয়ে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হয়।

চাকরির কী কী সুযোগ রয়েছে

ফার্মাসিউটিক্যাল সংস্থাগুলিতে প্রোডাকশন বা কোয়ালিটি কন্ট্রোল অফিসার পদে নিযুক্ত হয়ে চাকরির সুযোগ রয়েছে। বেশ কিছু পোল্ট্রি ও ডেয়ারি ফার্মগুলিতেও ওষুধের সঠিক ডোজ ও স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হয়।

এ ছাড়াও নিজস্ব ওষুধের দোকান খুলেও ব্যবসার কাজ শুরু করা যেতে পারে। যদি অর্থনৈতিক সামর্থ্য না থাকে, সে ক্ষেত্রে অন্য কেউ যে ওষুধের দোকান খুলতে ইচ্ছুক তার কাছেও নিযুক্ত হয়ে কাজ শুরু করার সুযোগ থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement